সম্প্রতি মানুষ চাকরি ক্ষেত্র ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছেন বেশী। কিন্তু অনেকেই পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পিছুপা হয়ে যান মূলধনের সমস্যার কারণে। তবে তার মানে ব্যবসা কখনোই শুরু করতে পারবেন না তা নয়৷ এমন অনেক ব্যবসাই রয়েছে যেখানে সরকারি সাহায্য পাওয়া যায়৷ আবার এমন ব্যবসা করতে পারেন যা স্বল্প পুঁজিতে (Low Investment Business) বাড়িতে বসেই করতে পারবেন নিজে৷ এই প্রতিবেদনে তেমনই কয়েকটি ব্যবসায়িক ধারণা তুলে ধরা হল৷
হাতে তৈরি গয়নার ব্যবসা-
বাড়ির মধ্যে থেকে কম পুঁজি বিনিয়োগে সহজে যে ব্যবসা শুরু করতে পারেন তা হল গয়না তৈরির ব্যবসা৷ এক্ষেত্রে আপনি কানের দুল, গলার হার, বিভিন্ন ধরণের অলঙ্কার তৈরি করতে পারেন বাড়িতে বসেই৷ অনলাইন থেকে যেমন এই ধরণের গয়না তৈরির ধারণা পেতে পারেন, তেমনই অনলাইনে বিক্রিও করতে পারেন হাতে তৈরি গয়না৷ বর্তমানে দোকানে গিয়ে এসব কেনাকাটার থেকে অনলাইনেই বেশিরভাগ অর্ডার দেওয়া হয়৷ সুতরাং এই ব্যবসা করার কথা আপনি ভাবতেই পারেন৷ দোকান থেকে কাঁচামাল কিনে বাড়িতেই এসব তৈরি করে নিন৷
পোশাকে ডিজাইন করার ব্যবসা-
বাড়িতে বসে আরও একটি সহজ ব্যবসা হল পোশাকে বিভিন্ন ডিজাইন, সেলাই, প্রিন্টিং করে তা বিক্রি করা৷ মোটামুটি ২০ হাজার টাকার মতো পুঁজি থাকলে আপনার এই ব্যবসা ভালো করে শুরু করতে সুবিধা হবে৷ শুধু পোশাকই নয়, বিছানার চাদর, পর্দা, ফুলদানি-এসবের ওপরও পেন্টিং করে বাড়ির সাজসজ্জার জিনিস তৈরি করে বিক্রি করতে পারেন৷
টিফিন পরিষেবা ব্যবসা -
সাম্প্রতিক কালে আমাদের আশেপাশে কর্মজীবী এবং শহরে একা বসবাসরত শিক্ষার্থীদের সংখ্যা নেহাতই নগণ্য নয়। তারা একা থাকে এবং বিভিন্ন কারণ বশত সময়ের অভাবে তাদের নিজেদের রান্না করার পর্যাপ্ত সময় নেই, অথচ টিফিন তো সকলেরই দরকার পরে। আপনি যদি ভাল রান্না করতে জানেন, তবে আপনি নিজেই টিফিন পরিষেবা ব্যবসা শুরু করতে পারেন। প্রতিদিনের খাদ্য সরবরাহ/ক্যান্টিন পরিষেবা আপনার বাড়ি থেকেই শুরু করুন। এর জন্যও আপনার খুব বেশী বিনিয়োগের দরকার নেই। ১০,০০০ টাকা থেকেই এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। পরে আপনার সুবিধা অনুযায়ী এই ব্যবসা সম্প্রসারণ করতে পারেন।
Share your comments