মাছ চাষ (Fisheries) করে প্রায় ১৪ লক্ষ টাকা উপার্জন, কৃষকের সাফল্য অনুপ্রেরণা জোগাবে আপনাকেও

করোনা ভাইরাস (Covid 19) এবং তাকে প্রতিহত করতে লকডাউনের (Lockdown) সিদ্ধান্তে দেশব্যাপী অর্থনীতিতে ধাক্কা লাগলেও, এই পরিস্থিতিতে রঞ্জিত কুমারের উপার্জনে তেমন মন্দা আসেনি৷ জেনে নেওয়া যাক এই কৃষকের সাফল্যের (Success Story of Farmer) কথা৷

KJ Staff
KJ Staff
Fisheries

মাছ চাষ করেও যে লক্ষ লক্ষ টাকা উপার্জন (Profitable Business) সম্ভব বর্তমানের কঠিন পরিস্থিতিতে, সেই বিষয়টিই যেন হাতেকলমে প্রমাণ করে দেখালেন ঝাড়খন্ডের কৃষক রঞ্জিত কুমার৷ পশুপালক রঞ্জিতের প্রচেষ্টা যে কোনও ব্যক্তিকে অনুপ্রাণিত করার মতোই৷

জানা যায়, ঝাড়খন্ডের এই যুবক বিভিন্ন মহানগরে চাকরির বহু প্রচেষ্টা করেছেন৷ কিন্তু কার্যত তাতে তেমন সাফল্য আসেনি৷ এরপরেই তিনি চাকরির আশা ছেড়ে পশুপালনে মনোনিবেশ করেন৷ শুরু করে মাছ চাষের ব্যবসা৷ করোনা ভাইরাস এবং তাকে প্রতিহত করতে লকডাউনের সিদ্ধান্তে দেশব্যাপী অর্থনীতিতে ধাক্কা লাগলেও, এই পরিস্থিতিতে রঞ্জিত কুমারের উপার্জনে তেমন মন্দা আসেনি৷

Fish Farming

এই মাছ চাষি এবং তার বন্ধুরা মাছের ব্যবসা থেকে প্রায় ১৪ লক্ষ টাকা উপার্জন করেন বলে জানা যায়৷ ঝাড়খন্ডের ধানবাদের লায়োবাদের বাসিন্দা রঞ্জিত কুমার গত ৮-৯ বছর ধরে এই মাছ চাষের (Fisheries) সঙ্গে যুক্ত৷ এমনকি তার এই প্রচেষ্টা তার কাছে মাছ চাষের বহু টেন্ডারও এনে দিয়েছে৷ তাঁর মতে, লকডাউনে মাছের চাষে কোনও নেতিবাচক প্রভাব পড়েনি৷ বরঞ্চ মুনাফাই হয়েছে৷ এই মাছ বিক্রি করেই প্রায় ১৪ লক্ষ উপার্জন করেন তিনি৷

এখানেই শেষ নয়, তাঁর এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন আরও ৩০ জন৷ সকলের মিলিত প্রচেষ্টাতেই রমরমিয়ে চলছে এই মাছ চাষের কাজ৷ রঞ্জিত কুমারের মতে, এই ব্যবসা বেশ লাভজনক৷ কৃষক-পশুপালকদের (Animal Husbandry) কাছে শুধু উপার্জন নয়, লাভের একটি অন্যতম উপায় হয়ে উঠতে পারে এটি৷

Fisheries

দাবি করা হচ্ছে, গত বছরের তুলনায় চলতি বছরে মাছের উৎপাদন ভালো হচ্ছে৷ ২০১৮-১৯ সালে ১২ হাজার মেট্রিক টন মাছের উৎপাদন হয়, ২০১৯-২০ তে ১৩,৬০০ মেট্রিক টন মাছ পাওয়া গিয়েছে৷ তবে এর পিছনে অবশ্যই প্রচেষ্টা, পরিশ্রম, একাগ্রতা, সহযোগিতা সব কিছুই কাজ করেছে৷

শুধু পুরুষেরা নয়, মাছ চাষে লাভের মুখ দেখেছেন মহিলারাও৷ মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন নারী উদ্যোক্তা আরতী বর্মন। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে তিনি তিনশো ডেসিম্যাল জলাশয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করে পরিবারে স্বচ্ছলতা এনেছেন। রাজ্য ও জাতীয় পুরস্কার পেয়েছেন হলদিয়ার এই মহিলা মাছ চাষি ।

এই লকডাউনের (Lockdown) পরিস্থিতিতে উপার্জন নিয়ে অনেকেরই যেখানে রাতের ঘুম উড়েছে, সেখানে আবার অনেকেই ঘুরে দাঁড়িয়েছেন৷ বিকল্প পথ খুঁজে বের করেছেন৷ এবং করেছেন নিরন্তর পরিশ্রম৷ এভাবেই বিভিন্ন সময়ে বিভিন্ন কৃষকের পরিশ্রম এবং সাফল্যের (Success Story of Farmer) কথাই অনুপ্রাণিত করে চলেছে অন্যদেরও৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- জিওল মাছের চাষ করে লাভবান কৃষক

লেবু চাষে (Lemon Farming) ৭ লক্ষ টাকা উপার্জন, কীভাবে সম্ভব হল জানুন আপনিও

Published On: 20 June 2020, 11:49 PM English Summary: Farmer earns rs 14 lakh from fisheries

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters