দক্ষিন থাইল্যান্ড উপকূলে একটি নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে। যা আরও ঘণীভূত হয়ে আগামী ৩ রা ডিসেম্বর ও তার পরবর্তী ২৪ ঘন্টায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রূপে অবস্থান করবে । এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে শক্তি বাড়িয়ে ৪ ঠা ডিসেম্বর সকালে অন্ধ্র প্রদেশ ওড়িশা উপকূলে আঘাত হানবে ।
আঞ্চলিক হাওয়া অফিস কলকাতা থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে যে , এর প্রভাবে ৪ - ৫ ই ডিসেম্বর ২০২১ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা আছে।ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় । ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হুগলি , নদীয়া , মুর্শিদাবাদ , পূর্ব বর্ধমান ও মালদা জেলায় ।
এই অবস্থায় রাজ্যের কৃষকরা, বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলির কৃষকরা তাদের ফসল বাঁচাতে কয়েকটি পরামর্শ মেনে চলুন ।মাঠের পাকা ধান অতিসত্বর কেটে . ঝেড়ে , গুদামজাত করুন এবং প্রয়োজনে যন্ত্রের সাহায্য নিন ।
সবজি , তৈলবীজ বিশেষত সরিষা বা সদ্য লাগানো আলুর জমিতে জমা জল দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন ও প্রয়োজনে দুর্যোগ - পরবর্তী কালে প্রতিরোধক হিসাবে ছত্রাকনাশক প্রয়োগ করুন ।
যে সকল কৃষকগণ ডিসেম্বরের প্রথম সপ্তাহে আলু রোপনের পরিকল্পনা করেছেন তারা বপনের কাজ অন্তত সাত দিন পিছিয়ে দিন ।
সবজি ও অন্যান্য ফল ক্ষেত বিশেষত পেঁপে , কলা জাতীয় ফসল , যেগুলোর ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ফসল গুনি যাতে ঝড়ে সহজে ক্ষতিগ্রস্থ না হয় তার ব্যবস্থা করুন ।
সবজির মাচা ও পানের বরজ কে শক্ত করে বাঁধনের ব্যবস্থা করুন যাতে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করা যায় ।কৃষকদের আরো পরামর্শ দেওয়া হচ্ছে যে আবহাওয়ার পরবর্তী বুলেটিন গুলির প্রতি লক্ষ্য রেখে ফসলের ক্ষেতে ব্যবস্থা নিন।
কৃষি সংক্রান্ত যে কোন সমস্যা নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন ।
আরও পড়ুন
Weather forecast: সপ্তাহান্তে ফের বৃষ্টি, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
Weather forecast: টানা দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন কোন কোন জেলায় বৃষ্টির সংকেত
Share your comments