Cyclone Gulab Update: কয়েক ঘন্টায় বদলাবে আবহাওয়া, দেখে নিন ঘূর্ণিঝড় গুলাবের গতিবিধি

বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হওয়া সাইক্লোন গুলাবের )Gulab Cyclone) জেরে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি | কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুপুর থেকে আবহাওয়ার অবনতি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস জারি | এদিকে সোমবার তাও কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার আরও অবনতি হওয়ার সম্ভবনা |

রায়না ঘোষ
রায়না ঘোষ
Cyclone Gulab update
Cyclone Gulab Update (image credit- Google)

বঙ্গোপসাগরের খাঁড়িতে তৈরি হওয়া সাইক্লোন গুলাবের (Gulab Cyclone) জেরে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আইএমডি | কলকাতা সহ দক্ষিণবঙ্গে দুপুর থেকে আবহাওয়ার অবনতি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস জারি | এদিকে সোমবার তাও কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার আরও অবনতি হওয়ার সম্ভবনা | বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ৷

এদিকে শুধু গুলাবই নয় বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘণীভূত হয়েছে আরও একটি গভীর নিম্নচাপ যা মায়নামারের কাছে উৎপন্ন হয়েছে | যা ফের একটি সাইক্লোনে পরিণত হতে পারে | গত ২৪ ঘণ্টাতেও পশ্চিমবঙ্গের একাধিক অংশে প্রবল বৃষ্টিপাত  হয়েছে | আগামী ৪৮ ঘণ্টায় জারি হয়েছে ফের বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷

কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা?

মায়নামারের কাছে উদ্ভুত হওয়া নিম্নচাপের দরুণ আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া. ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় এক বা দুই স্থানে মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে |

আইএমডি-র খবর অনুযায়ি বুধবারও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ও পুরুলিয়া জেলার একাধিক এলাকা ভারী বৃষ্টির ওয়েদার আপডেট রয়েছে৷ মৌসম বিভাগ জানিয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা দিয়ে গুলাব প্রবেশ করার ফলে সকালেই দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভবনা জারি৷ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাতেও বহু জায়গায় সোমবার প্রবল বৃষ্টি হবে৷ আইএমডি জানিয়েছে আবহাওয়া এই ধরণের হওয়ায় সমুদ্র বিক্ষুব্ধ হবে৷ এর জন্য মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে৷ রবিবার দিল্লিতে আবহাওয়া মনোরম ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি ছিল৷ সোমবার সেখানে মেঘ হবে এবং হালকা বৃষ্টি হবে |

আরও পড়ুন -Cyclone Gulab Update: সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় গুলাব, কবে-কোথায় আছড়ে পড়বে? দেখে নিন তথ্য

এছাড়া গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং রাজ্যের দক্ষিণ অংশ বিভিন্ন এলাকায় আগামী দু দিন বৃষ্টি হবে৷ দক্ষিণ গুজরাত ও সৌরাষ্ট্র এলাকায় বিশেষত জামনগর, দেবভূমি দ্বারকা, অমরেলি, ভাবনজর জেলায় আগামী দু দিনে অতিভারী বৃষ্টি হবে৷ রাজস্থানে আগামী ৩ দিনে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ রাজ্যের পূর্ব দিকে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে৷ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ দক্ষিণভাগে কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে৷

গুলাবের অবস্থান:

শক্তি হারিয়ে এই মুহূর্তে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সাইক্লোন গুলাব। রাত ২.৩০ মিনিট নাগাদ গুলাবের অবস্থান ছিল দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের সংযোগস্থলের কাছে। গোপালপুর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিন পশ্চিমে, ছত্তিশগড়ের  জগদলপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে। বর্তমানে অতি গভীর নিম্নচাপটি প্রতি ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিতে অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে |

অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূল দিয়ে সাইক্লোন গুলাব অতিক্রম করার সময় প্রাণহাণির ঘটনা ঘটেছে। ঝড়ের মধ্যে পরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যে সময়ে গুলাব আছড়ে পড়ে সেই সময় কলিঙ্গপত্তনমে হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৭৫/৮০ কিলোমিটার। ওড়িশায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এ দিকে, বঙ্গোপসাগরে ইতিমধ্যেই আরও একটি নিম্নচাপ ঘণীভূত হয়েছে। যা ক্রমেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর তা ফের ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের একাধিক অংশে প্রবল বৃষ্টিপাত হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টায় ফের বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে৷

আরও পড়ুন -Weather forecast: কাটেনি নিম্নচাপ, ফের সপ্তাহান্তে ভারী বৃষ্টির দুর্যোগের আশঙ্কা

Published On: 27 September 2021, 10:56 AM English Summary: Cyclone Gulab Update: The weather will change in a few hours, take a look at the movement of cyclone gulab

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters