কৃষি জাগরন ডেস্কঃ এই মুহূর্তে নিম্নচাপ নেই। কিন্তু তাও বঙ্গে চলবে বৃষ্টি। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? কলকাতায় মেঘলা আকাশ। সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে দিঘার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।তার জেরে আগামী কয়েকদিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা।
আগামী ১-২ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা- এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর, মালদহ, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনাতেও ৷ কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ৷
আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে ছত্রিশগড়ের দিকে প্রবাহিত হচ্ছে নিম্নচাপ,রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই মঙ্গলবার দিনভর বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির দাক্ষিণ্য পেতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও।
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে, বাড়বে তাপমাত্রা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে সাধারণত তাপমাত্রা কম থাকে, তাই দিনের বেলায় এই তাপমাত্রা বাড়লে এবং জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া হবে আগামী কয়েক দিন।
আরও পড়ুনঃ অপেক্ষার অবসান!আর কিছুক্ষনের মধ্যেই বৃষ্টিতে ভাসবে গোটা কলকাতা সহ দক্ষিনবঙ্গ
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতে আকাশ মেঘলা থাকবে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, হালকা -মাঝারি বৃষ্টি সকাল থেকেই শুরু হওয়ার কথা। সকাল সাড়ে ৮ টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিন বেলা সাড়ে ১১ টা এবং দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Share your comments