ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আজ, শুক্রবার সকালেই গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আগামিকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে । আজ থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জন্য।
১৯ তারিখ পশ্চিমে জেলাগুলিতে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝারগ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া ।এছাড়া পশ্চিম ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার রাতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার বিকেল বেলায় আবার বৃষ্টির পরিমাণ কমবে। যেহেতু নিম্নচাপের প্রভাব থাকবে তার ফলে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আবার গতিবেগ থাকবে ৪০থেকে ৫০ কিলোমিটার। ২০ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের।
আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে ছত্রিশগড়ের দিকে প্রবাহিত হচ্ছে নিম্নচাপ,রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা
আজ, শুক্রবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩.৮ মিলিমিটার।
গভীর নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মূলত মেঘলা আকাশ । ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। এই তিন জেলা হল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টি হতে পারে কয়েক পশলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম এবং বর্ধমানে। সমুদ্র উপকূলে দমকা ঝোড়ো হওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে থাকতে পারে মূলত দুই জেলায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
আরও পড়ুনঃ আগস্টে এইসব রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। আগামী ২৪ ঘণ্টায় দু’এক জেলাতে এবং পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে।
Share your comments