কৃষি জাগরণ ডেস্কঃ সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি হচ্ছে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? সপ্তাহের শুরুতেই সোম এবং মঙ্গলবার দুদিনই বৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।আজ সারাদিনই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain) পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দিঘার উপরে এখনও মৌসুমী অক্ষরেখা রয়েছে, মৌসুমী অক্ষরেখার বিস্তার রয়েছে উপকূলীয় সুন্দরবন পর্যন্ত।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা শহরে ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯৫ শতাংশ। শহরে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য।
জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে এই সপ্তাহের গোড়া থেকেই ছবিটা খানিক বদলাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।
আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে ছত্রিশগড়ের দিকে প্রবাহিত হচ্ছে নিম্নচাপ,রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা
আবহাওয়া দফতর সুত্রে খবর , দক্ষিণবঙ্গে এখন বেশ কয়েকদিন বৃষ্টির রেশ থাকতে পারে। হাওয়া দিঘার উপরে এখনও মৌসুমী অক্ষরেখা রয়েছে। এই মৌসুমী অক্ষরেখার বিস্তার রয়েছে উপকূলীয় সুন্দরবন পর্যন্ত। এদিকে, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, দুই ২৪ পরগণা জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের বাকি দিনগুলিতে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
আরও পড়ুনঃ আগস্টে এইসব রাজ্যে ভারী বর্ষণের সতর্কতা
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে, বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বেশি থাকবে। তবে উত্তরবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
Share your comments