কৃষিজাগরন ডেস্কঃ দু'দিন পর ফের ঝলমলে আকাশ। মেঘের চিহ্নমাত্র নেই। ফের রূপ বদল আবহাওয়ার। কিন্তু, এই পরিস্থিতিও সাময়িক। শনি-রবি ফের রাজ্যে বাড়বে বৃষ্টিপাত, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত সামান্য পশ্চিমের দিকে সরেছে। সেই কারণেই বৃহস্পতি এবং শুক্রবার কমবে বৃষ্টি। কিন্তু শনিবার থেকে আবারও বাড়বে বৃষ্টি। এমনকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বাড়তে পারে বৃষ্টি।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস । গত কয়েকদিন টানা বৃষ্টির জেরে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২.৩ মিলিমিটার।
আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে ছত্রিশগড়ের দিকে প্রবাহিত হচ্ছে নিম্নচাপ,রাজ্যে ভারী বৃষ্টির সম্ভবনা
দক্ষিণবঙ্গে দিঘার ওপরে এখনও মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। তবে গত দুদিনের তুলনায় তা বেশ কিছুটা দুর্বল। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোনজ জেলাতেই। তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। গাঙ্গেয়বঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সপ্তাহের বাকি দিনগুলিতে এই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বৃহস্পতিবার শহরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কমেছে বেশ কিছুটা। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পেরপরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।
অন্যদিকে, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে, শনিবার থেকে ফের আবহাওয়া বদলাতে পারে। ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা রয়েছে। পাশাপাশি এদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়ার সম্ভবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ভারী থেকে মাঝারি বৃষ্টি,কেমন থাকবে আজকে রাজ্যের আবহাওয়া?
জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে এই সপ্তাহের গোড়া থেকেই ছবিটা খানিক বদলাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে? সংশয় থাকছে।
Share your comments