বহু অপেক্ষার পর অবশেষে বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে গোটা বাংলা। গতকাল রীতিমত কালো মেঘে ঢেকে গিয়েছিল বঙ্গের আকাশ। গতকাল বৃষ্টির পর আজ আরামদায়ক আবহাওয়া বঙ্গের একাধিক জায়গায়। তাপমাত্রা এক ধাক্কায় কমেছে অনেকটাই।
আজ সকাল থেকেই বেশ মনোরম আবহাওয়া বঙ্গ জুড়ে। সকালের দিকে অনুভূত হয়েছে হালকা ঠাণ্ডা। তবে বেলা বাড়তেই রোদের উঁকি ঝুঁকি আকাশ জুড়ে। তবে সে রোদের অতটাও তাপ নেই। গতকাল তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে আজ আরও ১ ডিগ্রি কমে ৩১ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। আগের সপ্তাহে এই সময় কলকাতার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি।
আরও পড়ুনঃ ২০০ টাকা কেজি! কালো আলু চাষ করে তাক লাগালেন এই কৃষক
উত্তরবঙ্গে আপাতত চলবে বৃষ্টির তাণ্ডব। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই ৫ জেলায় হবে ভারী বর্ষণ। পাশাপাশি হতে পারে শিলাবৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামী বুধবার পর্যন্ত রয়েছে দুর্যোগের আশঙ্কা। উপকুলের জেলা গুলিতে হতে পারে বৃষ্টি।
আরও পড়ুনঃ অত্যাধিক হাই তোলেন? শরীরে বাসা বেঁধেছে এই রোগ
হাওয়া অফিস সুত্রে খবর আপাতত ২ থেকে ৩ দিন বাড়বে না তাপমাত্রা। তবে বৃষ্টির ঘোর কাটলেই আবার ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। উত্তরের জেলাগুলিতে আগামী ২৯ তারিখ পর্যন্ত চলবে বৃষ্টি। পাশাপাশি সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। প্রায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আগামী বুধবার পর্যন্ত দক্ষিনবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামী বৃহস্পতিবারও হালকা থেকে মঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়।
আরও পড়ুনঃ কালো আম! চারা কিনবেন কোথায়? স্বাদ কেমন?
আইএমডির তথ্য অনুযায়ী আজ অসম এবং পাশাপাশি অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ইত্যাদি এলাকায় প্রবল বর্ষণ এর সম্ভাবনা রয়েছে।
Share your comments