প্রবল গরমের পর অবশেষে স্বস্তি। মাঝে মাঝেই বৃষ্টির মুখ দেখছে বঙ্গবাসী। আগামী দু দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হবে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হবে ভারী বৃষ্টিপাত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। পাশাপাশি রাজধানীর শহর দিল্লিতে প্রথম ভারী বৃষ্টির মুখ দেখল শহরবাসী। আজ সকালে প্রবল বৃষ্টিতে বিমান চলাচল ব্যহত হয়। আবহাওয়া অফিসের সুত্র অনুযায়ী, গাঙ্গেয় কলকাতাতে কালবৈশাখীর অনুকূল পরিবেশ রয়েছে। এছাড়াও আর কিছুদিনের মধ্যেই বঙ্গে বর্ষার আগমন হবে। এমনটায় জানাচ্ছে হাওয়া অফিস।
আজ শহর কলকাতায় সারাদিন জুড়ে আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিকেলের দিকে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সবচেয়ে বেশি ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে আদ্রতাজনিত অস্বস্তি। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।। হাওয়া অফিসের সুত্র অনুযায়ী বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এমনকি আগামী কালও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাহলে এই বৃষ্টির হাত ধরেই কি বঙ্গে প্রবেশ করবে বর্ষা? কি বলছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ বর্ষা 2022: বর্ষার আগমন খরিফ ফসলের উপর কীভাবে প্রভাব ফেলবে?
হাওয়া অফিস এর সুত্র অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আরব সাগর এবং মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঢুকেছে মৌসুমি বায়ু। এর ফলেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তিন চার দিন ধরে হয়েছে বৃষ্টি। আবহাওয়া অফিসের সুত্র অনুযায়ী ২৭ শে মে কেরলে প্রবেশ করবে মৌসুমি বায়ু। আর তার জেরেই জুনের ১ তারিখ দক্ষিণ ভারতে শুরু হবে বর্ষার দাপট। পাশাপাশি পশ্চিমবঙ্গে এই বর্ষার আগমন হতে পারে ৮ই জুন।
আরও পড়ুনঃ ‘আমাদের কাছে মানুষই সব’ পেট্রোপণ্যের দাম কমার পরই টুইট মোদীর
Share your comments