
রাজ্যে আবহাওয়ার ক্রমশ পরিবর্তন ঘটছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, একটি নিম্নচাপ অক্ষরেখা (Low pressure) মধ্য পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গের ওড়িশা উপকূল হয়ে, রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, অসম হয়ে মণিপুর, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই কারণেই রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প, যা সক্রিয় করে চলেছে মৌসুমি বায়ুকে। তার জেরেই রাজ্যে কিছুদিন যাবৎ চলছে এই বৃষ্টিপাত।
তবে আইএমডি-র তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গের তুলনায় এখন উত্তরবঙ্গে বৃষ্টি বৃষ্টিপাতের পরিমাণ বেশী।
পশ্চিমবঙ্গের তাপমাত্রা (West Bengal Weather) -
উত্তরবঙ্গের বাতাসে আজ আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। দক্ষিণবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি।
তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশী থাকায় দিনের বেলা আকাশ মেঘলা হলেও রাতের আবহাওয়া যথেষ্ট স্বস্তিদায়ক নয়। আইএমডি-র মতে বিগত কয়েক বছর ধরে জুনে অনিয়মিত বৃষ্টিপাত হয়েছে, এতে ক্ষতি হয়েছে কৃষকদের, কারণ কৃষিকাজের সাথে বর্ষা ওতপ্রোতভাবে জড়িত। তবে এবছর রাজ্যে সঠিক সময়ে বর্ষার অনুপ্রবেশ ঘটেছে বলেই অভিমত আবহাওয়া দফতরের। বর্ষা আসার পর থেকে যে-ভাবে নিয়মিত বৃষ্টি হচ্ছে, কৃষকেরা তার সুফল পেতে পারেন। নিয়মিত বৃষ্টি হওয়ায় নদীতে ইলিশের ঝাঁক ঢোকার আশাও দেখছেন মৎস্যজীবীরা। তাদের মতে, মোহনার কাছে মিষ্টি জলের পরিমাণ বাড়লে ইলিশ বেশী পরিমাণে নদীতে আসে এবং নোনা জল থেকে মিষ্টি জলে প্রবেশেই তার স্বাদ বৃদ্ধি হয়ে থাকে।
লক্ষণীয়, জুলাই মাসে দিল্লিতে অস্বাভাবিক ভারী বৃষ্টি হয়েছিল। আগস্টে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সারা দেশে তৈরি আবহাওয়া ব্যবস্থা (Nation wide weather) -
নিম্নচাপ এলাকাটি এখন দুর্বল হয়ে উত্তর -পশ্চিম মধ্যপ্রদেশের উপর দিয়ে অগ্রসর হচ্ছে। এই স্থানে, একটি ঘূর্ণিঝড় সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। এমন পরিস্থিতিতে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট ওয়েদার জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস -
মৌসুমি লাইন এখন অনুপগড়, উত্তর -পশ্চিম মধ্যপ্রদেশের নন্দগাঁও অঞ্চল দিয়ে বারাণসী, পাটনা এবং মালদা হয়ে ত্রিপুরার দিকে যাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতায় বিস্তৃত।
আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি -
আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর -পশ্চিম মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন এবং গোয়ার কিছু অংশ, সিকিম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন - Latest Weather Forecast - আগামীকাল থেকে কমছে বৃষ্টির পরিমাণ, রাজ্য পুনরায় তাপপ্রবাহ
কোঙ্কন এবং গোয়ার কিছু অংশ, সিকিম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
জম্মু -কাশ্মীর, হিমাচল প্রদেশ, পাঞ্জাবের কিছু অংশ, উত্তর প্রদেশের কিছু অংশ, মধ্যপ্রদেশের অবশিষ্ট অংশ, বিদর্ভ, কেরালা, দক্ষিণ গুজরাট ও ওড়িশার এক -দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম রাজস্থান, দিল্লি, হরিয়ানা, ছত্তিশগড়, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, উত্তর পূর্ব ভারতের বাকি অংশ, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ এবং লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি এবং কোন কোন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন - Monsoon Update- সকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত, কেমন থাকবে সারাদিনের আবহাওয়া
Share your comments