কৃষিজাগরন ডেস্কঃ আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।কলকাতায় আজ আংশিক মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২° ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬° ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৯৪% ।
আজকের আবহাওয়া কেমন থাকবে ?
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩.২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৪%
আরও পড়ুনঃ অসুর রূপে নিম্নচাপ! দেবীপক্ষের শুরুতেই কি বৃষ্টির বিনাশ?
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ?
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ উত্তর ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। আবহাওয়া দফতর জানিয়েছে এই নিম্নচাপের প্রভাব তেমন ভাবে পড়বে না বঙ্গে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তার প্রভাব অনেকটাই কম। ভারী বৃষ্টি কিংবা একটানা বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে সমুদ্রের দিকে বাতাস বেশি থাকবে। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের জন্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ?
উত্তরবঙ্গের আটটি জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কিছুটা বেশি বৃষ্টি হতে পারে।
আরও পড়ুনঃ পূজোয় ভারী বৃষ্টির সম্ভবনা নেই, জানিয়ে দিল আবহাওয়া দফতর
এদিকে, দুর্গাপুজো যত এগিয়ে আসছে ততই দুর্যোগের আশঙ্কা করছে রাজ্যবাসী। পুজোর দিনগুলি কি তবে বৃষ্টির মধ্যেই কাটবে বাঙালীর ? এই প্রশ্নগুলিই এখন ঘুরপাক খাচ্ছে বাঙালীর মনে। যদিও এই প্রশ্নের উত্তর এখনও দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।
Share your comments