পূজোতে বৃষ্টি? বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, একনজরে বঙ্গ আবহাওয়ার হালচাল

বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় টিপ টিপ বৃষ্টিপাত শুরু হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বজ্র বিদ্যুৎ-সহ এই বৃষ্টি হবে বৃহস্পতিবার দফায়

KJ Staff
KJ Staff
প্রতীকী ছবি ।

কৃষিজাগরন ডেস্কঃ  বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় টিপ টিপ বৃষ্টিপাত শুরু হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বজ্র বিদ্যুৎ-সহ এই বৃষ্টি হবে বৃহস্পতিবার দফায় দফায়। বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে কখনও  ‘ঝম ঝমা ঝম বৃষ্টি,কখনও আবার রিমঝিম রিমঝিম বৃষ্টি,কখনও বা আবার ঝিমঝিম বৃষ্টি’। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে,বৃহস্পতিবার থেকে এই নিম্মচাপ কমতে শুরু করবে।    

কলকাতায় আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১° ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭° ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৮৪% । কয়েকটি জায়গায় বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকেও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  দিনভর বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ,জারী হলুদ সর্তকতা

হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতি বেশি থাকতে পারে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আজকের আবহাওয়া কেমন থাকবে ?

সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.১° সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা : ২২.৭° সেলসিয়াস

আর্দ্রতা : ৮৪%

আজ  দক্ষিণবঙ্গের  আবহাওয়া  কেমন  থাকবে ?

হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ সারাদিনই বৃষ্টি হবে। বিকেলের দিকে এই বৃষ্টি বাড়বে দক্ষিণের বহু জেলায়। এদিকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করেছে আবহাওয়া দফতর। পর্যটকদেরও সমুদ্রে নামা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে আগমী ২ দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

আজ  উত্তরবঙ্গের  আবহাওয়া  কেমন  থাকবে ?

এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ সেপ্টেম্বর শনিবার সকালের মধ্যে উল্লিখিত দুই ডেলা ছাড়াও দার্জিলিং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির পরিস্থিতি একই থাকার সম্ভাবনা। আপাতত দুদিন জেলাগুলির তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে তারপরের তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Published On: 15 September 2022, 11:01 AM English Summary: Rain in worship? Low pressure is forming in the Bay of Bengal, Bengal weather at a glance

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters