প্রখর উত্তাপের মুখে গোটা বাংলা। তারমধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি হলেও কলকাতায় আজও দেখা নেই বৃষ্টির। চরম অস্বস্তিতে শহর কলকাতার বাসিন্দা। আপাতত কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। আগামী বেশ কয়েকদিন একইরকম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে এই জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার আশঙ্কা জানিয়েছে হাওয়া অফিস। রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।
গতকাল বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। আগামী ৪-৫ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিকে কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। কলকাতায় আজও থাকবে তীব্র গরম এবং অস্বস্তি। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মালদহ, উত্তর ২৪ পরগনা জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।
আরও পড়ুনঃ Monsoon 2022: জলদি আসবে বর্ষা, কৃষকরা শীঘ্রই প্রচণ্ড তাপ থেকে স্বস্তি পাবেন, চাষে খুব ভাল লাভ হবে
উত্তরবঙ্গে আপাতত আবহাওয়ায় স্বস্তি। বেশ কিছু জায়গায় হয়েছে ঝড় ,বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টিও। কিন্তু দক্ষিনবঙ্গে সেইভাবে বৃষ্টির দেখা কবে মিলবে সেই নিয়ে চাতক পাখির মত বসে আছে বঙ্গবাসী।
আরও পড়ুনঃ বর্ষা 2022: বর্ষার আগমন খরিফ ফসলের উপর কীভাবে প্রভাব ফেলবে?
Share your comments