বঙ্গে হাড় কাঁপানো শীতের মাঝে বৃষ্টির পূর্বাভাস। ডিসেম্বরের মধ্যেই উধাও শীত। আপাতত বাড়ছে তাপমাত্রার পারদ। কিছুদিন আগে রেকর্ড শীত উপভোগ করেছিল গোটা বঙ্গ। এই ডিসেম্বরেই তাপমাত্রার পারদ নেমেছিল ১১ এর কাছাকাছি। বহুবছর পর জাঁকিয়ে শীতের উপভোগ করছিল বঙ্গবাসী। কিন্তু তাতে লাগল বৃষ্টির নজর। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ গাঙ্গেও বঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার একটু বাড়বে তাপমাত্রার পারদ। এমনকি আগামী কয়েকদিনেও তাপমাত্রা বাড়বে বলেই মনে করছে আবহাওয়া অফিস।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের জন্য সুখবর! সস্তা হচ্ছে ভোজ্য তেলের দাম
পূর্বাভাস অনুযায়ী মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ভিজতে পারে বৃষ্টিতে। পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের মুখ দেখবে কলকাতা বাসী। বৃষ্টির তাণ্ডবে নাজেহাল বঙ্গবাসী। প্রায় সারাবছর ধরেই বৃষ্টির থেকে রক্ষা পেলনা রাজ্য বাসী। এমনকি বছর শেষেও বৃষ্টির সম্মুখীন বঙ্গবাসী। বৃষ্টির পরেও শীত ফিরে আসার তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুনঃ 2021-এর সেরা: প্রগতিশীল কৃষক, যাদের অভিনব চাষ পদ্ধতি তাঁদের পৌঁছে দিয়েছে শীর্ষে
উল্লেখ্য, বছর শেষে আবারও তৈরি হয়েছে একটি ঘুর্ণাবর্তের। উত্তর প্রদেশের উপরে থাকা একটি ঘুর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। আগামী কালও তাপমাত্রা এমনই থাকবে। শুক্রবারের পর কিছুটা নামতে পারে তাপমাত্রার পারদ। তবে দক্ষিনবঙ্গে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত উপভোগ করছে পর্যটকরা। টাইগার হিল আপাতত তুষারের চাদরে মোড়া। পর্যটকরা বেশ উপভোগ করছে তুষারপাত।
Share your comments