West Bengal weather forecast: জারি অরেঞ্জ অ্যালার্ট, দেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসম বিভাগ (IMD)বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে দিল্লিতে জারি করল কমলা সতর্কতা (Orange Alert)৷ বৃষ্টি এতটাই বেশি হবে যে একাধিক জায়গা জলমগ্ন হবে পাশাপাশি যান চলাচলেও প্রভাব পড়বে৷ দিল্লিতে আবহাওয়ার পূর্বাভাসে খুবই খারাপ থাকার পূর্বাভাস জারি করেছে আইএমডি৷

রায়না ঘোষ
রায়না ঘোষ
West Bengal weather update
Weather update (image credit- Google)

মৌসম বিভাগ (IMD)বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে দিল্লিতে জারি করল কমলা সতর্কতা (Orange Alert)৷ বৃষ্টি এতটাই বেশি হবে যে একাধিক জায়গা জলমগ্ন হবে পাশাপাশি যান চলাচলেও প্রভাব পড়বে৷ দিল্লিতে আবহাওয়ার পূর্বাভাসে খুবই খারাপ থাকার পূর্বাভাস জারি করেছে আইএমডি৷ এদিকে রাজ্যে, আজও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টি চলবে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে আজও মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি। শনিবার ফের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। জোড়া ঘূর্ণাবর্তের আশঙ্কা। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর |

দিল্লিতে মঙ্গলবার খুবই গরম ছিল৷ যদিও বিভিন্ন এলাকায় বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল৷ এর জেরে কিছু এলাকায় জল দাঁড়িয়ে যায়৷ কিছু কিছু জায়গায় কম হলেও বেশ কিছু জায়গায় বেশ ভালো বৃষ্টি হয় , তারমধ্যে রিজ ক্ষেত্রে সবচেয়ে বেশি ১৭.৬ মিমি বৃষ্টি হয়েছে৷ অন্যদিকে লোধি রোডে মাত্র ১ মিমি বৃষ্টি হয়েছে | আইএমডি-র জারি করা সূচি অনুযায়ি আজ হরিয়াণা-র কর্ণাল , রাজৌদ, অসংধ, সফিদো, জিন্দ, পানিপথ, হিসার, গোহানা, হাংসি, হোডল, উত্তরপ্রদেশের শামলী, কান্ধালা, খতৌলি, সকোটি টান্ডা, হস্তিনাপুর, চাঁদপুর, বড়ৌত দৌরালা, বাগপত, মেরঠ, মোদিনগর, কিঠৌর, গড়মুক্তেশ্বর, জাহাঙ্গিরাবাদ, অনুপশহর, শিকারপুর, খুর্জা, পহাসু, দৈবাই , গভানা, জট্টারি, খের, আলিগর, বরসানা, মথুরায় দু ঘণ্টার মধ্যে হালকা থেকে মধ্যম বৃষ্টি হবে | এছাড়া দিল্লি-এনসিআর -র রোহিণী, পীতমপুরা, নয়ডা. গ্রেটার নয়ডা. ফরিদাবাদ, বল্লভগড়, পলবল, ওরঙ্গাবাদ বৃষ্টির সম্ভবনা রয়েছে |

আরও পড়ুন -  Weather update: গভীর নিম্নচাপের অবস্থান, আসছে প্রবল ঝড়-বৃষ্ট

কোথায় কোথায় বৃষ্টি হবে?

আইএমডি ওয়েদার আপডেটে অনুযায়ী উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠবাড়া. বিদর্ভ, তামিলনাড়ু, পুদুচেরি. কেরলে হলুদ সতর্কতা জারি করেছে৷ এখানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হবে৷ ফলে এখনই মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হতেই থাকবে দেশের বিভিন্ন প্রান্তে৷ কোথাও ভারি, কোথাও মাঝারি আবার কোথাও হালকা | সব মিলিয়ে সাধারণ মানুষকে দুর্যোগ মাথায় নিয়েই রোজকার মতো কাজে বেরোতে হবে |

আলিপুর আবহাওয়া (West Bengal Weather Forecast) দফতর জানিয়েছে ,গাঙ্গেয় বঙ্গের উপরে থাকা নিম্নচাপ এখনও বিদায় নেয়নি ৷ তাই আজ বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৷ বুধবার কলকাতায় বৃষ্টির তীব্রতা কমলেও পশ্চিমের কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির ফলে নদীতে জল বাড়ার পাশাপাশি নিচু এলাকায় জল জমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার |

আগামীকালের আবহাওয়া:

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন - Weather Forecast - শহর কলকাতায় এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Published On: 22 September 2021, 11:22 AM English Summary: West Bengal weather forecast: Orange alert issued, possibility of heavy rain in multiple parts of the country

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters