
ইতিমধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণ বঙ্গে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় চলছে বৃষ্টি। আজ সকাল থেকে সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি (Heavy Rain) শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। অমাবস্যার কোটালের জেরে নদী ও সমুদ্রের জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। নামখানার মৌসুনী, কাকদ্বীপের তিলকচন্দ্রপুর এলাকায় হু হু করে জল ঢুকছে (West Bengal)। বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করেছে। আতঙ্কিত দ্বীপাঞ্চলের বাসিন্দারা।
সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। অন্যদিকে টানা বৃষ্টি আর সমুদ্রের উপচে জল ঢুললো দিঘা শহরে। দিঘার রাস্তাঘাট জুড়ে জল দাঁড়িয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েছে সৈকত শহরের রাস্তা। জলমগ্ন রাস্তায় চলছে গাড়ি। দুর্ভোগে পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই। সমুদ্রের উপচে পড়া জলোচ্ছাসের ঢেউ দেখে মুগ্ধ দিঘায় হাজির পর্যটকরা। গতকাল ছিলো কৌশিকী অমাবস্যা। সেই রেশ ধরে এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মেনেই চলছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া এবং সামুদ্রিক জলোচ্ছাস |
আরও পড়ুন - Weather Forecast - শহর কলকাতায় এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী তিন-চারদিন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এলাকার উপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গতকালের পর আজ মঙ্গলবারও দিনভর দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (West Bengal Weather News ) রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Office)পূর্বাভাস অনুযায়ী উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain Forecast) হবে।
আরও পড়ুন - Monsoon 2021, কেমন থাকবে আজকের আবহাওয়া, জেনে নিন আপনার রাজ্যের আবহাওয়া পরিস্থিতি
Share your comments