এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 19 April, 2022 11:07 AM IST
ভিজবে তিলোত্তমা! আজ ৪ জেলায় বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস?

মিলছে না স্বস্তি। বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মত চেয়ে বসে আছে কলকাতাবাসী। কলকাতাতে বৃষ্টির ছায়া দেখতে না পেলেও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলছে। তবে সম্প্রতি হাওয়া অফিসের তরফে দেওয়া হয়েছে সুখবর। ভিজতে পারে তিলোত্তমা। আগামী শুক্রবার এবং শনিবার রাজ্যের চার জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বৈশাখের শুরুতেও দেখা মিলছে না কালবৈশাখীর। যদিও কালবৈশাখী নিয়ে কোনও তথ্য জানায়নি হাওয়া অফিস। তবে এই কদিন কিছু জেলায় আবারও বাড়বে তাপমাত্রার পারদ। চলবে তাপপ্রবাহ। হাওয়া অফিস সুত্রের খবর মঙ্গলবার রাজ্যের কিছু জেলায় হবে বৃষ্টিপাত। আজ পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিনদিন চার জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি রাজ্যের কিছু জেলায় বাড়বে তাপমাত্রার পারদ। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই চার জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা কলকাতার আবহাওয়া আপাতত শুস্ক থাকবে। নেই বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার ভিজতে পারে শহর কলকাতা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের রয়েছে সম্ভাবনা।

আরও পড়ুনঃ  পুরুলিয়ার তাপমাত্রা ছাড়াল ৪৫ ডিগ্রি, কৃষকদের জন্য় রইল কিছু পরামর্শ

প্রসঙ্গত, উত্তবঙ্গের আবহাওয়া আপাতত একই থাকবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে হালকা বৃষ্টিপাত। পাশাপাশি অসম, মেঘালয়ে  প্রবল বৃষ্টি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার ।

আরও পড়ুনঃ বর্ষার বিজনেস আইডিয়াঃ কম বিনিয়োগে অধিক লাভ পেতে এই বর্ষায় শুরু করুন এই ব্যবসাগুলি

English Summary: Wet Tilottama! Chance of rain in 4 districts today, what is the weather office saying?
Published on: 19 April 2022, 11:07 IST