এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 7 May, 2021 1:50 PM IST
Monsoon weather (Image Credit - Google)

বর্ষা সাধারণত জুনের একেবারে শেষে উত্তরে প্রবেশ করে, তবে এবারে তা কিছুদিন আগেই প্রবেশ করতে চলেছে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ১ লা জুন-এর মধ্যেই কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। এবারে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বার্ষিক বৃষ্টিপাত হতে চলেছে আনুমানিক প্রায় ৭০ শতাংশ।

তবে কেরলে বর্ষা ঢুকলেও এখনই কিন্তু কলকাতায় বর্ষা ঢুকছে না, এমনটাই জানাল আইএমডি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় বর্ষা ঢোকার স্বাভাবিক সময় জুনের প্রথম সপ্তাহ। এ বছর স্বাভাবিক সময়েই বর্ষা আসতে চলেছে।

এবছর দেশে বর্ষার পরিস্থিতি -

অন্যদিকে, এবছর দেশে বর্ষা কেমন হবে, সেই প্রসঙ্গে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের (IMD) তরফে জানানো হয়েছে, এবছর স্বাভাবিক বর্ষাই হবে দেশে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয় বর্ষা। এই সময়কালে স্বাভাবিক হবে বর্ষা। জানা যাচ্ছে, বিগত তিনবছরও দেশে স্বাভাবিক হয়েছে বর্ষা। 'আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে জুন থেকে সেপ্টেম্বরে ৯৮ শতাংশ বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, করোনার লকডাউনের ধাক্কায় দেশের অর্থনীতি কার্যত ধুঁকছে। এই অবস্থায় বর্ষা স্বাভাবিক হলে দেশে কৃষিকাজে উপকার হবে। কৃষিপ্রধান দেশের অর্থনীতিও চাঙ্গা হবে তাহলে। কয়েকদিন আগে বেসরকারি সংস্থা স্কাইমেটও জানিয়েছিল, এবার বর্ষা হবে ১০৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে যে সকল রাজ্যে -

গত ২৪ ঘন্টা সময়কালে, কোঙ্কন গোয়া, উপকূলীয় কর্ণাটক, উত্তর কেরল এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাত হয়েছে। উত্তর পূর্ব ভারত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কেরালার অন্যান্য অংশ, পশ্চিম মধ্য প্রদেশের অংশ এবং ছত্তিশগড়ের অন্য কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, অভ্যন্তর মহারাষ্ট্র, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপেও কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দক্ষিণ গুজরাট, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়।

আরও পড়ুন - Weather Update - ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা এই রাজ্যগুলিতে, জানুন আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতি

পরবর্তী ২৪ ঘন্টা চলাকালীন সম্ভাব্য আবহাওয়ার ক্রিয়াকলাপ - 

আগামী ২৪ ঘন্টা সময়কালে পশ্চিম হিমালয়ের রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বিগত রাত থেকে পাহাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং হালকা তুষারপাত অব্যাহত রয়েছে। এই সময় উত্তর-পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টি হচ্ছে। উত্তর-পূর্ব রাজ্যগুলিতে ১ লা এপ্রিল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিচু অঞ্চলে ভূমিধ্বস এবং বন্যার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন - Weather Update- ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা, অব্যাহত তাপপ্রবাহ

English Summary: When is the monsoon coming to West Bengal
Published on: 07 May 2021, 01:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)