আজও বৃষ্টির সম্ভবনা , রাজ্য়ের বোরো ধান চাষিদের জন্য় জারি হলুদ সতর্কতা

২ তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে । কিন্তু শুক্রবার রাতেই ভিজল দক্ষিণবঙ্গ...

Saikat Majumder
Saikat Majumder
আবহাওয়ার খবর

আজও রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। তারফলে প্রায় ৪ডিগ্রী পর্যন্ত কমতে পারে তাপমাত্রা । জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি থাকবে দুপুরের দিকে।

গত কয়েকদিন মাত্রাতিরিক্ত গরমের পরে শনিবার ও রবিবার ঝড় বৃষ্টি হয়। এতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা  হলে স্বস্তি পেয়েছেন রাজ্যের মানুষ। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে, আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণীঝড়। এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরেই  বৃহস্পতিবার রাতে থেকে  শুক্রবার এর মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে জানা গেছে । এই নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ থেকে ওডিশার উপর আছড়ে পরার সম্ভবনা তৈরি হয়েছে ।  

শুক্রবার সন্ধ্যায় কলকাতা-সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, ২ তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে । কিন্তু শুক্রবার রাতেই ভিজল দক্ষিণবঙ্গ। শনিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা । মাত্র ২-৩ দিন আগে সকাল থেকেই থাকত চড়া রোদের দাপট। সেই আবহাওয়া এখন আর নেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির কাছাকাছি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি।

আরও পড়ুনঃ কয়েক ঘন্টার মধ্য়ে আসতে চলেছে কালবৈশাখী,স্বস্তীর নিস্বাস ফেলতে চলেছে রাজ্য়বাসী

আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে, সোমবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ গ্রীষ্মের দাবদাহে পুড়ছে কলকাতা-সহ গোটা রাজ্য়,হলুদ সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর

আগামী চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারত এবং সিকিমে। অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অসম এবং মেঘালয়েও । 

Published On: 02 May 2022, 04:15 PM English Summary: Yellow Warning for Boro Paddy Farmers in the State

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters