Goat rearing subsidy: ছাগল পালনে ভর্তুকি লাভ

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ছাগল পালন এক গুরুত্বপূর্ণ পেশা। গ্রামের দরিদ্র জনগণের অন্যতম পেশা হলো ছাগল পালন। ছাগলের রক্ষণাবেক্ষণে খরচ কম। অধিকাংশ সময় নিজেদের খাবার এরা চারণের সময়ই জোগাড় করে নেয়। এর প্রজাতির পালনেও পরিচর্যা খরচ কম।

Goat Rearing

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ছাগল পালন এক গুরুত্বপূর্ণ পেশা। গ্রামের দরিদ্র জনগণের অন্যতম পেশা হলো ছাগল পালন। ছাগলের রক্ষণাবেক্ষণে খরচ কম। অধিকাংশ সময় নিজেদের খাবার এরা চারণের সময়ই জোগাড় করে  নেয়। এর প্রজাতির পালনেও পরিচর্যা খরচ কম।

ছাগল পালনে কোনও আলাদা ভাবে বিশেষ রকমের জ্ঞানের দরকার নেই। ছাগলের জন্য বাজারও বেশ উপলব্ধ। ছাগল পালন বর্তমানে একটি লাভজনক ব্যবসা। খুব সহজেই কোনও কৃষক এই ব্যবসায় নামতে পারে। কেন্দ্রীয় এবং রাজ্য সরকার প্রয়োজন মতো ছাগল পালনে অনুদানও দিয়ে থাকে।

ছাগল পালনে ৯০% ভর্তুকি (90% Subsidy on goat rearing)

ছাগল পালনের জন্য রাজ্য সরকারের পশুপালন দফতর ছাগল চাষীদের নেওয়া লোনের জন্য ভর্তুকি ৫০% থেকে বাড়িয়ে ৯০% করেছে। তবে  তফসিলি জাতিভুক্ত মানুষেরাই এই সুবিধা পাবেন। সাধারণ শ্রেণীর মানুষের জন্য এই ভর্তুকির পরিমাণ ২৫% থাকবে।

ছাগল পালন আবহাওয়া এবং পরিবেশের উপর নির্ভর করে। অনুকূল আবহাওয়া থাকার জন্য ছাগল পালন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান রাজ্যে প্রচুর পরিমাণে হয়।

নাবার্ড নিম্নলিখিত প্রতিষ্ঠানের সহায়তায় ছাগল পালনের জন্য লোন প্রদান করে-

রিজিওনাল রুরাল ব্যাংক

স্টেট কো-অপারেটিভ এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক

স্টেট কো-অপারেটিভ ব্যাংক

আরবান ব্যাংক

কমার্শিয়াল ব্যাংক

 

নাবার্ড ব্যতীত অন্য যে সকল ব্যাংক ছাগল পালনে লোণ প্রদান করে -

State Bank of India (SBI)

IDBI Bank

Maharashtra Bank

Canara Bank

Regional Rural Bank

Cooperative Bank

আরও পড়ুন: Greenhouse Farming procedure সহজে গড়ে তুলুন গ্রিনহাউজ

ছাগল পালনে লোন আবেদনের জন্য প্রয়োজনীয় নথি (Important Documents)

ঠিকানার প্রমাণপত্র

আয়ের প্রমাণপত্র

আধার কার্ড

পাসপোর্ট সাইজের ছবি

বিপিএল কার্ড, (যদি থাকে)

বর্ণের শংসাপত্র, এসসি / এসটি / ওবিসি

আবাস সার্টিফিকেট

ছাগল চাষ প্রকল্পের রিপোর্ট

মূল জমি রেজিস্ট্রি দস্তাবেজ

লোনের জন্য আবেদন জমা করার পরে, তা অনুমোদন পেতে কয়েক দিন সময় লাগতে পারে। নতুনদের ক্ষেত্রে স্বল্প সংখ্যক ছাগল দিয়ে এই পালনপ্রক্রিয়া চালু করা উচিত বলে মত বিশেষজ্ঞদের। 

আরও পড়ুন: Pearl Farming মুক্তো চাষে কম বিনিয়োগে লক্ষাধিক আয়

Published On: 22 July 2021, 02:48 PM English Summary: Farmers can get 90 percent subsidy in Goat Farming

Like this article?

Hey! I am কৌস্তভ গাঙ্গুলী. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters