এই কারনে হতে পারে মাছের মোড়ক,জেনে নিন কারন ও তার প্রতিকার

পরিবর্তনশীল আবহাওয়ার জন্য় অনেক সময় সমস্যায় পড়েন মাছ চাষিরা। অনেক সময় দেখা যায় পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।

Saikat Majumder
Saikat Majumder
পুকুরে মাছের মোড়ক

পরিবর্তনশীল আবহাওয়ার জন্য় অনেক সময় সমস্যায় পড়েন মাছ চাষিরা। অনেক সময় দেখা যায় পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। এর কারন অনেক সময় কৃষকদের কাছে অজানাই থেকে যায়। অনেক ক্ষেত্রে পুকুরে বিষক্রিয়ার ফলে মাছ মরে যেতে পারে কিন্তু গ্রীষ্মকালে রোদ আর ভ্যাপসা গরমের মধ্যে হঠাৎ মুষলধারে বৃষ্টি হলে পুকুরে বিষক্রিয়া তৈরি হয়ে অক্সিজেনের মাত্রা   ব্যাপক পরিমাণে কমে যায় ফলে মাছ মারা যায়।

মাছের মড়ক বা পুকুরে হঠাৎ অক্সিজেন কমে গেলে, এমন পরিস্তিতিতে মাছ চাষীদের কি করা উচিৎ সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ তিমি মাছ হয়েও কীভাবে স্তন্যপায়ী প্রানী?

অক্সিজেনের অভাবে মাছ জলে ভেসে ওঠে। মাছ খুব ক্লান্ত হয়ে যায়, মুখ খুলে থাকে ও ফুলকা ফেটে যায়। ফলে মাছ মারা যায়। এতে চাষীর প্রথম করনিয় হলো যদি জল দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে সঙ্গে সঙ্গে পুকুরে জল ছেড়ে দিতে হবে।

যদি সঙ্গে সঙ্গে সেটা করা সম্ভব না হয় তাহলে বাঁশ জাতীয় লাঠি দিয়ে জলের ওপর বারি মারতে হবে। এছাড়া হররা টেনে তলের গ্যাস বের করে দেয়া যেতে পারে। পুকুরে পাম্প বসিয়ে ঢেউয়ের সৃষ্টি করা যেতে পারে। নতুন জল সরবরাহ করেও অক্সিজেন বাড়ানো যায়।

স্যালো মেশিনের সাহায্যে এক পুকুরের জল অন্য় পুকুরে ফেলতে হবে। যাতে করে ঢেউয়ের সৃষ্ট হয় আর এই ঢেউয়ের মাধ্য়মে অক্সিজেন তৈরি হতে থাকে।

আরও পড়ুনঃ খাঁকি ক্যাম্পবেল হাঁস পালন, দেখে নিন হাঁস পালনের সহজ পদ্ধতি

এছাড়া এখন অক্সিজেন কিনতে পাওয়া যায়। ২০০ থেকে ৬০০ টাকার মধ্যে ভালো অক্সিজেন কিনতে পাওয়া যায়। এতে খুব ভালো কাজ করে। তবে হ্যাঁ এটা সবসময় কাছে রাখতে হবে। কারণ বিপদ কখন আসবে বলা যাবে না।

Published On: 01 April 2022, 02:58 PM English Summary: This may be due to the fish wrapper, find out the cause and its remedy

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters