Coalfield Recruitment 2021: কোলফিল্ডে নিয়োগ চলছে, আবেদন করুন মাধ্যমিক পাশে

কোলফিল্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | মাধ্যমিক বা অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন | নিয়োগ করা হবে Northern Coalfields Limited- এ | Northern Coalfields Limited হলো কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা

KJ Staff
KJ Staff
Job post
Coalfield Recruitment (Image Credit - Google)

কোলফিল্ডে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | মাধ্যমিক বা অষ্টম শ্রেণী শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন | নিয়োগ করা হবে Northern Coalfields Limited- এ | Northern Coalfields Limited হলো কোল ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ একটি সংস্থা | প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে | প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে | যেকোনো ভারতীয় নাগরিক বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যেতে পারে |

১. পদের নাম (Designation):

ওয়েল্ডার (Welder)

শূন্যপদ (Vacancy):

মোট ১০০টি  (UR- ৫১  OBC- ১৫ SC- ১৪ ST- ২০) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

অষ্টম পাশ এবং NCVT/SCVT থেকে ওয়েল্ডার ট্রেডে ITI পাশ |

২. পদের নাম (Designation):

ফিটার (Fitter)

শূন্যপদ (Vacancy):

মোট ৮০০ টি (UR- ৪০৬ OBC- ১২০ SC- ১১৪ ST- ১৬০) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

মাধ্যমিক পাশ এবং  NCVT/SCVT  থেকে ফিটার ট্রেডে  ITI পাশ 

৩. পদের নাম (Designation):

ইলেক্ট্রিশিয়ান (Electrician)

শূন্যপদ (Vacancy):

মোট ৫০০টি  (UR- ২৫৪ OBC- ৭৫ SC- ৭১ ST- ১০০) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

মাধ্যমিক পাশ এবং  NCVT/SCVT  থেকে  ইলেক্ট্রিশিয়ান ট্রেডে ITI পাশ |

৪. পদের নাম (Designation):

মোটর মেকানিক  (Motor Mechanic) |

শূন্যপদ (Vacancy):

মোট ১০০ টি (UR- ৫১ OBC- ১৫ SC- ১৪ ST- ২০) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

মাধ্যমিক পাশ এবং  NCVT/ SCVT থেকে মোটর মেকানিক ট্রেডে ITI পাশ |

বয়স (Age):

৩০/৬/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৬ থেকে ২৪ এর মধ্যে হতে হবে | সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন |

আবেদন পদ্ধতি (Application Procedure):

আগ্রহী প্রার্থীদের  www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে এপ্রেন্টিসদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে| তারপর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে  www.nclcil.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন |

প্র্রার্থীদের অবশ্যই চালু মোবাইল নম্বর ও ইমেইল আইডি থাকতে হবে যেটি বিগত ৩ বছর ধরে চালু আছে | স্ক্যান করা সব সেলফ এটাস্টেড ডকুমেন্টগুলি আপলোড করতে হবে | বর্তমান কালার ফটো (ফটো টি ৬ মাসের বেশি হওয়া যাবেনা), নিজস্ব সই , পিতা-মাতা বা অভিভাবকের সই,  ITI পাশের মার্কশিট ও সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, অষ্টম অথবা মাধ্যমিক পাশের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক একাউন্ট ডিটেলস জমা করতে হবে |

আবেদনের সময়সীমা (Last Date):

অনলাইনে আবেদন চলবে ১০/৬/২০২১ তারিখ থেকে ৯/৭/২০২১ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত |

আরও পড়ুন - Agronomy: কৃষিবিজ্ঞান নিয়ে কি পড়বেন, কেন পড়বেন?

আবেদনকারীদের জন্য সাহায্যের নম্বর:

 এই ঠিকানায় যে কোনো কাজের দিন সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আবেদনকারীরা যোগাযোগ করতে পারেন |

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

http://www.nclcil.in/

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - Agricultural Recruitment 2021: কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ স্নাতক পাশে, শীঘ্রই আবেদন করুন

Published On: 12 June 2021, 03:33 PM English Summary: Coalfield Recruitment 2021:Recruitment in Coalfield is going on, apply to the secondary pass

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters