(PM KISAN) পিএম কিষাণ যোজনায় রয়েছেন তো আপনি? দেখে নিন সকল তথ্য এখন আপনার ফোন থেকে একবার ক্লিক করেই

(PM KISAN) করোনায় গরীব কৃষকদের দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যহত না হয়, তার জন্য এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যত সত্ত্বর সম্ভব কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হয়েছে৷ এই যোজনায় আর্থিক সুবিধা পেতে পারেন সকল কৃষকেরাই৷ কিন্তু আপনার নাম কি রয়েছে এই যোজনায়, তা অনলাইনে দেখতে পারেন নিজেরাই৷

KJ Staff
KJ Staff
PM KISAN
Scheme For Farmers

করোনা ভাইরাস সংক্রমণের চেন ভাঙতে দেশজুড়ে চলছে লকডাউন৷ এই লকডাউনে সবথেকে বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক ও শ্রমিকরা। তাদের সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে ২ কোটি ৮২ লক্ষ বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ১০,০২৫ কোটি টাকা দেওয়া হয়েছে৷  করোনায় গরীব কৃষকদের দৈনন্দিন জীবনযাত্রা যাতে ব্যহত না হয়, তার জন্য এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যত সত্ত্বর সম্ভব কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রেরণ করা হয়েছে৷ এই যোজনায় আর্থিক সুবিধা পেতে পারেন সকল কৃষকেরাই৷ কিন্তু আপনার নাম কি রয়েছে এই যোজনায়, তা অনলাইনে দেখতে পারেন নিজেরাই৷ 

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM KISAN SAMMAN NIDHI YOJANA) -

এই যোজনার ভিত্তিতে ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ১৬,১৪৬ কোটি টাকা পাঠানো হয়েছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, এই যোজনার ভিত্তিতে প্রতি বছর সরকার কৃষকদের, ২০০০ টাকা করে তিনটি কিস্তিতে ৬০০০ টাকা প্রদান করে৷ পাশাপাশি সরকার, ১০ লক্ষেরও বেশি কর্মচারীর ইপিএফ অ্যাকাউন্টে ১৬২ কোটি টাকা দিয়েছেবলেও জানা গিয়েছে৷  

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত ২৬ শে মার্চ ১.৭ লক্ষ টাকার কল্যাণকারী প্যাকেজের কথা ঘোষণা করেছিলেন, যাতে বর্তমানে সঙ্কটজনক পরিস্থিতিতে দরিদ্র কৃষকদের কিছুটা সুবিধা দেওয়া যেতে পারে৷ প্রসঙ্গত, এই কৃষকদের জন্য প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার ভিত্তিতে আগে থেকেই ১৯.৮৬ কোটি মহিলাকে আর্থিক সাহায্য করা হয়েছে৷  

PM KISAN SAMMAN NIDHI YOJANA
PM Fund Allocation

পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে আপনার নাম তালিকাভুক্ত কি না তা অনলাইনে দেখে নিন এইভাবে (Check your name through this site) - 

আপনি এই সুবিধার জন্য আবেদন করে থাকলে সরকারি ওয়েবসাইট pmkisan.gov.in -এ চেক করুন৷ জানা গেছে, আগামী মে মাসের মধ্যে সুবিধাপ্রাপ্ত কৃষকদের এই তালিকা প্রকাশ করা হবে৷ 

১) প্রথমে https://pmkisan.gov.in/ওয়েবসাইটে যান৷ 

২) হোম পেজের মেনু বারে ফার্মার কর্নার-এ যান৷  

৩) এখানে বেনেফিশিয়ারি লিস্ট লিঙ্কে ক্লিক করুন৷ 

৪) এরপর আপনার রাজ্য, জেলা সহ প্রয়োজনীয় তথ্যগুলি দিন৷ 

৫) এরপর গেট রিপোর্টে ক্লিক করুন এবং সম্পূর্ণ তালিকাটি পেয়ে যান৷  

যদি আপনার আবেদন কোনও ডকুমেন্টের (আধার, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট) জন্য আটকে রয়েছে, তাহলে তা আপনি অনলাইনেও আপলোড করতে পারবেন৷ নির্দিষ্ট এই সাইটে গিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার প্রদত্ত তথ্য সঠিক রয়েছে কিনা।

উল্লেখ্য, https://pmkisan.gov.in/এই লিঙ্কের মাধ্যমে আপনি গুগল স্টোরে গিয়ে এর মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন৷ নতুন অর্থবর্ষে নয়া তালিকা প্রকাশ করা হবে জানা গিয়েছে৷ তার আগে কৃষকেরা তাদের নাম তালিকাভুক্ত করা বা প্রদত্ত তথ্য সঠিক কিনা তা দেখে নেওয়ার কাজটি সম্পূর্ণ করতে পারবেন৷  

Image Source - Google

Related Link - পেনশনারদের জন্য এসবিআই লঞ্চ করল (SBI Pension Seva) এসবিআই পেনশন সেবা

পেনশনারদের জন্য এসবিআই লঞ্চ করল (SBI Pension Seva) এসবিআই পেনশন সেবা

(Vegetable Seed Sowing Calendar) কৃষকদের জন্য সবজি বীজ বপনের ক্যালেন্ডার ২০২০-২১

Published On: 31 July 2020, 12:24 PM English Summary: Are you in PM Kisan Yojana? See all the information now by clicking once from your phone

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters