পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে মহিলাদের জন্য বিশেষ প্রকল্প অর্থাৎ লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকার ১২,৯০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar scheme ) রাজ্যের মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটির বাস্তবায়ন ২০২১ সালের ১ লা জুলাই থেকে শুরু করার ঘোষণা করেছিলেন | এই প্রকল্পটি বাস্তবায়নের সাথে সাথে রাজ্যের পল্লী ও নগর অর্থনীতি আরও শক্তিশালী হবে।
লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা(Benefits of lakshmi bhandar scheme):
১লা সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মহিলারা | বাংলার গৃহবধূদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলবে এই প্রকল্প | স্থায়ী রোজগার নেই এমন ২৫ বছর থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সব মহিলারাই এই 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন।
লক্ষীর ভান্ডার প্রকল্প প্রকল্পের মাধ্যমে পরিবারের মহিলা প্রধানকে আর্থিক সহায়তা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ১.৬ কোটি পরিবার এই প্রকল্প থেকে সুবিধা পাবেন। এই স্কিমের মাধ্যমে সাধারণ ঘরের মহিলারা প্রত্যেকমাসে ৫০০ টাকা করে পাবেন। অর্থাৎ বছরে ৬ হাজার টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে। শুধু তাই নয়, তফশিলি জাতি/ উপজাতির শ্রেণির পরিবারের বধুরা প্রত্যেকমাসে ১০০০ টাকা পাবেন। বছরে যা দাঁড়াচ্ছে ১২ হাজার টাকা।
আরও পড়ুন -Farm Sector is at peak stage: দেশের জাতীয় অর্থনীতিতে কৃষিক্ষেত্রের ব্যাপক উন্নতি ঘটছে
এই আর্থিক সহায়তার ফলে পশ্চিমবঙ্গের মহিলারা তাদের প্রতিদিনের কাজকর্মের জন্য অর্থায়ন করতে সক্ষম হবেন। এই প্রকল্পের আওতায় অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।
আবেদনের যোগ্যতা(Criteria):
আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে। এসসি (SC) এবং এসটি (ST) বিভাগের সমস্ত পরিবার এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন। সাধারণ বিভাগের জন্য, যে পরিবারগুলিতে কমপক্ষে একজন কর প্রদানকারী সদস্য রয়েছে তারা এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন না। যে সাধারণ শ্রেণির নাগরিকদের ২ হেক্টরের বেশি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন না।
প্রয়োজনীয় নথিপত্র(Important documents):
লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস লাগবে,
১) আধার কার্ড (Aadhaar card)
২) ভোটার কার্ড (Voter card)
৩) রেশন কার্ড (Ration card)
৪) আবাসিক শংসাপত্র (Address proof)
৫) বয়সের প্রমাণপত্র (Age proof)
৬) ব্যাংকের পাসবই (Passbook)
৭) পাসপোর্ট সাইজের ছবি (Passport size photo)
৮) মোবাইল নম্বর (Mobile Number)
আবেদন করার পদ্ধতি(Application procedure):
দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে এই প্রকল্পে আবেদন করা যাবে। প্রয়োজনীয় ফরম এবং কাগজপত্র জমা করতে হবে। দুয়ারে সরকারের পরে এই প্রকল্পে আবেদন করার জন্য ব্লক অফিস এ যেতে হবে |
আবেদন পত্র ডাউনলোড করার লিংক(Application form):
জানা গিয়েছে প্রাথমিক ভাবে এই প্রকল্প শুরু হলেও ধীরে ধীরে রাজ্যের সমস্ত মহিলাকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ, সমস্ত মানুষের কাছে এই প্রকল্পের সুবিধা তুলে ধরতে হবে। পাশাপাশি অন্যান্য প্রকল্পের কথাও তুলে ধরতে হবে।
Share your comments