করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই জারি বিশ্বব্যাপী৷ ভারতে দু’দফার লকডাউন চলছে এই মহামারীর চেনকে ভেঙে ফেলার জন্য৷ একদিকে যেমন মহামারীকে হারিয়ে বাঁচার লড়াই চলছে অন্যদিকে তেমনই অর্থনৈতিক ব্যবস্থাকেও ধরে রাখার মরিয়া প্রচেষ্টা চলছে দেশে৷ বিশেষ করে কৃষক থেকে ব্যবসায়ীদের জন্য একাধিক সুযোগ সুবিধার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং সেইমতো কাজও চলছে৷
এই প্যানডেমিক পিরিয়ডে আত্মনির্ভরশীল হওয়ার ওপরও জোর দিচ্ছে সরকার৷ এই প্রসঙ্গে উল্লেখ্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা৷ যার মাধ্যমে দেশের অগণিত নাগরিক নিজের উদ্যোগে নতুন করে কিছু শুরু করার কথা ভাবার সাহস পাবে৷
কী এই ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’?
কেউ যদি লকডাউনের পরে নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে তিনি একবার এই যোজনা সম্পর্কে জেনে নিতে পারেন৷ ছোটখাটো ব্যবসা বা পুরনো ব্যবসাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার সুবিধা রয়েছে এই যোজনায়৷
মুদ্রা লোণ প্রধানমন্ত্রীর প্রচলিত একটি প্রকল্প। কয়েক বছর পূর্বে এর প্রচলন করা হলেও এখনও পর্যন্ত কিছু ব্যাঙ্ক এই প্রকল্পের আওতায় আবেদনকারীকে লোণ দিয়ে থাকে। যে কোন মানুষ, যিনি ছোট ব্যবসার উদ্যোক্তা, তিনি মুদ্রা লোণের জন্য আবেদনের যোগ্য। তবে আবেদনের জন্য ১৮ বছরের উপর বয়স হওয়া আবশ্যিক। মুদ্রা লোণ বেশ কয়েকটি ব্যাঙ্ক থেকে দেওয়া হয়। এই লোণ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাকে আরও উন্নত করতে পারবেন এবং অনেক মহিলা উদ্যোক্তা, যারা টাকার অভাবে কিছু করতে পারছেন না, তাদেরও সুরাহা হবে। কোন গ্যারান্টি ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়।
যে যে ব্যাঙ্ক থেকে লোণ দেওয়া হয় -
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া –র বিভিন্ন শাখা
- সিটিব্যাঙ্ক
- এইচডিএফসি ব্যাংক
- ইন্দাসিন্ড ব্যাংক
- দেনা ব্যাংক
- কানারা ব্যাংক
- এলাহাবাদ ব্যাংক
- কারুর বৈশ্য ব্যাংক
- ইউসিও ব্যাংক
- ব্যাংক অফ বরোদা
- ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া
- এইচডিএফসি ব্যাংক
এছাড়াও আরও কয়েকটি ব্যাঙ্ক মুদ্রা লোণ দিয়ে থাকে।
এই যোজনায় তিন ভাগে লোণ দেওয়া হয়ে থাকে৷ এই তিনটি ভাগ হল -
১) শিশু মুদ্রা লোণ - এই বিভাগের ভিত্তিতে ৫০,০০০ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যাবে৷
২) কিশোর মুদ্রা লোণ - এর ভিত্তিতে ৫০,০০০ টাকা থেকে ৫,০০,০০০ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যেতে পারে৷
৩) তরুণ মুদ্রা লোণ – এই বিভাগে ৫,০০,০০০ থেকে ১০,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত লোণের আবেদন করা যায়৷
আবেদন পদ্ধতি –
এনাদের মতো আপনিও মুদ্রা লোণ প্রকল্পের আওতায় লোণ নিয়ে শুরু করতে পারেন নিজের ব্যবসা। দু’ভাবে আপনি মুদ্রা লোণ পেতে পারেন –
১) লোণের জন্য স্থানীয় ব্যাঙ্কে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র পূরণ করে জমা দিন এবং
২) আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। এর নিম্নে প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন-
https://www.udyamimitra.in/MudraLoan
এই প্রকল্পের আওতায় বহু মানুষ উপকৃত হচ্ছেন। অর্থ বর্ষ ২০১৯-২০২০ –তে প্রধানমন্ত্রীর মুদ্রা লোণ প্রকল্পের আওতায় অনুমোদিত টাকার পরিমাণ ৩,২৩,৫৭৩.৮৮ এবং এখনও পর্যন্ত লোণ প্রকল্পে নেওয়া হয়েছে ৩,১৬,০৯৯.৩৮ টাকা।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সম্পর্কে বিশদে জানতে হলে নিম্নে প্রদত্ত এর অফিশিয়াল ওয়েবসাইট -এ লগ ইন করুন –
Image source - Google
Related link - (WB Farmers are deprived) প্রধানমন্ত্রী প্রকল্পের আওতায় ৮,৪০০ কোটি টাকা থেকে পশ্চিমবঙ্গের কৃষক, রাজ্যপালের চিঠি মুখ্যমন্ত্রীর কাছে
Share your comments