ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করে রাখতে সকলেই পছন্দ করেন অনেকেই। সুবিধায় অসুবিধায় এই সঞ্চিত অর্থই কাজে লাগে সকলের। তবে অনেকেই এমন আছেন যারা বেশি টাকা দিয়ে বিমা ইত্যাদি করতে পারেন না। তাঁদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে পোস্ট অফিস। প্রতিদিন মাত্র ৯৫ টাকা বিনিয়োগ করতে হবে এবং তার বদলে মেয়াদ শেষে মিলবে ১৪ লাখ টাকা। মূলত গ্রামীণ এলাকার জনগনের স্বার্থে এমন স্কিম এনেছে কেন্দ্র। স্বল্প বিনিয়োগের মাধ্যমে মেয়াদ শেষে মিলবে এত বড় অঙ্কের টাকা।
পোস্ট অফিসের এই স্কিমটি হল গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা যোজনা (Gram Sumangal Rural Postal Life Insurance Scheme)। এটি এনডাউমেন্ট স্কিমের আওতায়। এই স্কিমে মেয়াদ শেষের সময় মিলবে সুদ সহ পুরো টাকা সঙ্গে মিলবে বিমার সুবিধা। এই স্কিমের অধীনে দুটি প্ল্যান হল পোস্টাল লাইফ ইনস্যুরেন্স এবং রুরাল পোস্টাল লাইফ ইনস্যুরেন্স। এই স্কিমে যে সুবিধাগুলি রয়েছে সেগুলি হল তিন ভাবে এই স্কিমের টাকা পাওয়া যায়। প্রথমটি হল পলিসি ম্যাচিওর হলে তখন টাকা তুলতে পারবেন। দ্বিতীয়টি হল মাঝখানে যদি পুরো টাকা তুলে নিতে চান আর তৃতীয়টি হল ম্যাচিওর হবার আগে যদি এই পলিসির হোল্ডার মারা যান সেক্ষেত্রে পুরো টাকাতো পাওয়া যাবেই সঙ্গে মিলবে বোনাস টাকাও।
এই পলিসির জন্য হোল্ডারের বয়স হতে হবে ১৯ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে। ৪০ বছর বয়সে যদি কেও এই পলিসি চালু করেন তাহলে তিনি ২০ বছরের পলিসি করতে পারবেন। এই স্কিমের মেয়াদ হয় ১৫ থেকে ২০ বছর।
কারা আবেদন করতেন পারবেন
- অবশ্যই ভারতীয় নাগরিক।
- প্রকল্পের আওতায় থাকতে হলে বয়স হতে হবে ১৯ বছর থেকে ৪৫ বছর।
- পলিসির মেয়াদ ১৫-২০ বছর।
এই স্কিমের আওতায় বছরে মিলবে ৪৮ হাজার টাকা বোনাস। অর্থাৎ এক বছরে সাম অ্যাসিওর্ডের ৭ লক্ষ টাকার বোনাস ৩৩৬০০ টাকা। ১৫ থেকে ২০ বছরের হয় এই পলিসি। তাহলে ২০ বছরে বোনাস দাঁড়াবে ৬.৭২লাখ টাকা। সমস্ত পরিমাণ যোগ করলে এই স্কিমের আওতায় বিনিয়োগকারীদের পলিসি মেয়াদ শেষে অর্থাৎ ২০ বছরে ১৯.৭২ লক্ষ টাকা মিলবে।
আরও পড়ুনঃ আপনার SBI অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে ১৪৭.৫০ টাকা? কি কারণ জানেন?
আরও পড়ুনঃ আপনার প্যান কার্ড জাল নয় তো ? এই সহজ উপায়ে দেখে নিন আপনার প্য়ান কার্ড আসল না নকল
Share your comments