কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেবে রাজ্য সরকার,জানুন আবেদন পদ্ধতি

কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ!পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় কৃষকরা ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন।এই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Saikat Majumder
Saikat Majumder
আবেদন পদ্ধতি

কৃষিজাগরন ডেস্কঃ কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ!পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় কৃষকরা ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন।এই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কৃষক,কৃষক গোষ্ঠি,কৃষি সমবায় বা যে কোনো কৃষি সংস্থা ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আবেদন করতে পারবে।

কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন?

কৃষিদপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের ওরেবসাইট matirkatha.net এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে হবে ১৮ ই নভেম্বর সকাল ১০টার মধ্যে। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমেও আবেদন করা যেতে পারে।মুল আবেদনের প্রতিলিপি ও প্রয়োজনিও নথি সহ ২১শে নভেম্বর ২০২২ এর মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে জমা দিতে হবে।যে সকল কৃষক বিগত ৪বছরের মধ্যে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কোন সরকারী প্রকল্প থেকে কোন ধরনের ভর্তুকি পায়নি তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে।  

আরও পড়ুনঃ কৃষি যন্ত্র কেনার জন্য ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে রাজ্য সরকার

কোন কোন প্রকল্পের জন্য আবেদন করা যাবে?   

১।কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক অনুদান প্রকল্প (FSSM)

২।ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি কেনার জন্য এককালীন ভর্তুকি প্রকল্প (OTA – SFI)

৩।কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্রে স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প (CHC)

আবেদনের জন্য প্রয়োজনিয় নথি

১।ভোটার কার্ড

২।আধার কার্ড

৩।একটি মোবাইল নম্বর

৪।কৃষক বন্ধু আইডি নম্বার থাকলে তা দিতে হবে।

৫।জমির পরিমান এবং সম্পূর্ন ঠিকানা ( মৌজা , জে এল এবং খতিয়ান নম্বর )

৬।ব্যাঙ্ক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য

৭।আরবদনকারীর ভোটার কার্ড ও ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতা বা চেকের ছবি  JPEG / JPG করর ২০০ কেবি সাইজে আপলোড করতে হবে।

কৃষি যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক অনুদান প্রকল্প  (FSSM)

যে কোন ব্যক্তি,ক্ষুদ্র ও প্রন্তিক শ্রেণীর কোন কৃষক,সমবায় সংস্থা,যৌথ দায়বদ্ধ গোষ্ঠি, ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশান,স্বনির্ভর গোষ্ঠি এবং কৃষক স্বার্থ গোষ্ঠির সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন।

আরও পড়ুনঃ Bihar rajya Fasal sahayata Yojana: আবহাওয়ার কারণে ফসলের ক্ষতি হয়েছে? ক্ষতিপুরন পাবেন কৃষকরা

আবেদন পদ্ধতি 

Published On: 12 November 2022, 01:34 PM English Summary: State government will give subsidy for purchase of agricultural machinery, know the application procedure

Like this article?

Hey! I am Saikat Majumder. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters