উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক রাজ্য বাসীর দরজায় পৌঁছে দেওয়া। যে সমস্ত পরিবারের স্বাস্থ্য সাথী কার্ডটি থাকবে তারা বিনামূল্যে চিকিৎসা করার সুবিধা পাবেন। স্বাস্থ্য সাথী কার্ডে(Sawasthya Sathi Card) রয়েছে পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে।এই টাকা দিয়ে সরকারি কিংবা বেসরকারি হসপিটালে চিকিৎসা করা যাবে। বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই ফর্ম পাওয়া যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত | এছাড়া, অনালাইনেও আপনারা ফর্ম-বি ডাউনলোড করতে পারেন | এই নিবন্ধে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো,
কারা কারা আবেদন করতে পারবেনঃ-
১) যে সমস্ত পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড নেই।
২) পরিবারের কোনো সদস্য যদি রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের কোনো হেলথ স্কিমে অন্তর্ভুক্ত নেই কিংবা ই এস আই বা সরকার পোষিত কোনো হেলথ ইন্সুরেন্স এ নাম নথিভুক্ত নেই তারা পাবেন এই কার্ড।
৩) সরকার বা সরকারি সংস্থা থেকে বেতন পান কিন্তু চিকিৎসা ভাতা পাননা এমন পরিবার গুলো স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
স্বাস্থ্য সাথী কার্ড এর সুবিধা(Benefits):
* রাজ্যের প্রতি পরিবার পিছু 5 লাখ টাকার বিমার সুবিধা।
* কোনও কাগজ বা নগদ টাকার দরকার নেই। একটি স্মার্টকার্ডের সাহায্যেই মিলবে পরিষেবা।
আরও পড়ুন -Utsosri Prokolpo Application Procedure: দেখে নিন উৎসশ্রী প্রকল্পের আবেদনের নিয়ম
* পরিবারের মহিলা সদস্যের নামে Swasthya Sathi কার্ড দেওয়া হবে। সেই মহিলা সদস্যের বাপের বাড়ি, শ্বশুরবাড়ির প্রত্যেক সদস্যই একটি কার্ড থেকে সুবিধা নিতে পারবেন।
* বেসরকারি হাসপাতালে Cashless চিকিৎসার সুযোগ।
* ক্যানসার থেকে শুরু করে, কিডনির সমস্যা বা যে কোনও জটিল রোগ, অপারেশন, হৃদরোগ-সহ বিভিন্ন রোগের চিকিৎসা করানো যাবে এই কার্ডের মারফত |
অনালাইনে কিভাবে ফর্ম ডাউনলোড করবেন?
১) প্রথমেই আপনাকে যেতে হবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে। https://swasthyasathi.gov.in/
২) আপনার সামনে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের হোমপেজ খুলে যাবে।
৩) এবার হোমপেজ থেকে 'Apply Online' অপশনে ক্লিক করুন।
৪) এবার সেখান থেকে আপনাকে Form -B ডাউনলোড করতে হবে |
৫) আপনার সমস্ত জরুরি ডকুমেন্টস সেখানে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে |
৬) ফর্মটি আপনার পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
আপনার জেলায় কোথায়/কোন হাসপাতালে এই সুবিধা উপলব্ধ?
আপনার শহরের কোন হাসপাতালে উপলব্ধ এই পরিষেবা তা জানতে নিম্নে প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন।
https://helpline.swasthyasathi.gov.in/ssHospitalDdetails.aspx - এই লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে আপনার শহর, হাসপাতালের ধরণ এবং গ্রেড ইত্যাদি তথ্যাদি পূরণ করতে হবে। শেষে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অঞ্চলে যে যে হাসপাতালে এই স্বাস্থ্যসাথী সুবিধা উপলব্ধ, তার একটি তালিকা আপনার সামনে প্রদর্শিত হবে।
স্বাস্থ্য সাথী কার্ড সংক্রান্ত যোগাযোগ -
Swastha Sathi মোবাইল অ্যাপ ডাউনলোড করেও উপরোক্ত প্রক্রিয়ার সাহায্যে আপনারা বাড়ি থেকেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন জানাতে পারেন।
Swastha Sathi Card-এর আবেদন জানাতে বা কার্ড পাওয়ার পরেও কোনও সমস্যা দেখা দিলে 9073313211 নম্বরে WhatsApp করে বা টোল ফ্রি নম্বর 1800-345-5384 নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন।
আরও পড়ুন -Lakshmi Bhandar Application Form: লক্ষীর ভান্ডার ফর্ম পাননি? ডাউনলোড করতে পড়ুন নিবন্ধটি
Share your comments