গরমে সূর্যের তাপ যেমন বাড়ছে ঠিক তেমনই বাজারে সব্জিতে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে বিভিন্ন শাকসব্জির দাম। ইতিমধ্যেই পেঁয়াজ, রসুন, টমেটো ইত্যাদি সব্জি গেছে হাতের নাগালের বাইরে তারমধ্যে আবার সেই তালিকায় নিজের নাম লিখিয়েছে পাতিলেবু। নামে পাতি হলেও দামে পাতি নয় এখন পাতিলেবু। সমীক্ষা বলছে লেবুর দাম কেজি প্রতি ৩৫০ টাকা বেড়েছে।
বাজারে এখন একটি লেবুর দাম ১০ টাকা। ব্যবসায়ীদের মতে এই দাম বৃদ্ধির মুল কারণ জ্বালানির দাম বৃদ্ধি। যতই দাম বৃদ্ধি হোক ভাতের পাতে একটু পাতিলেবু না হলে কি খাওয়া জমে? কিন্তু কিনতে গেলেই পকেটে পড়ছে টান। তাই আজ বলব পাতিলেবুর বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে এমন কিছু জিনিসের কথা।
আরও পড়ুনঃ লেবু চাষে লাখ লাখ লাভ, চাষ করা খুব সহজ
কমলালেবু
স্যালাড এবং ড্রেসিংয়ের জন্য কমলালেবুর রস বেছে নেওয়া যেতে পারে। যদিও এই লেবু স্বাদে একটু মিষ্টি হয় কিন্তু এর সুগন্ধ বিভিন্ন পদে ব্যবহার করা যেতেই পারে। তবে এটি সেই দুধের স্বাদ ঘোলে মেটানর মতই হবে।
টক দই
বিভিন্ন সব্জি বা মাংস রান্নায় আমরা লেবুর পরিবর্তে টক দই ব্যবহার করতেই পারি। টক দই ব্যবহার করলে রান্নায় সুগন্ধ এবং সুন্দর রঙ যোগ হয়।
ভিনিগার
রান্না এবং বেকিং এর ক্ষেত্রে লেবুর সবচেয়ে ভাল বিকল্প ভিনিগার। বিশেষজ্ঞদের মতে একই রান্নাতে ভিনিগার এবং লেবু ব্যবহার না করতে।
আরও পড়ুনঃ এই গরমে শসা চাষ করুন, লাখ লাখ টাকা লাভ হবে
সাইট্রিক অ্যাসিড
লেবুর বিকল্প হিসেবে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা যেতেই পারে। এটি ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলিকে ধ্বংস হতে দেয় না।
হোয়াইট ওয়াইন
লেবুর আরও একটি ভাল বিকল্প হল হোয়াইট ওয়াইন। মাংস রান্নায় বর্তমানে বিশেষ ভাবে ব্যবহিত হয়।
লেবুর নির্যাস
এটি আপনার নিকটে যে কোনও মুদির দোকানে পেয়ে যাবেন। এক চামচ লেবুর নির্যাস লেবুর বিকল্প হিসেবে ব্যবহারের জন্য যথেষ্ট। বেকিং এর জন্য এটি সবচেয়ে ভালো।
Share your comments