আজকাল খামখেয়ালি আবহাওয়াকে বোঝা মুশকিল৷ আর তার এই পরিবর্তিত হতে থাকা চরিত্রের কারণে বিভিন্ন রোগের উপদ্রবও হচ্ছে প্রচুর৷ আর এইসব রোগ আরও বেশি করে ছড়িয়ে পড়ে মশা, মাছি, পোকামাকড়ের মাধ্যমে৷ ফলত, ম্যালেরিয়া, ডেঙ্গির মতো বিভিন্ন রোগ আমাদের কাবু করে ফেলে খুব সহজেই৷ কিন্তু আমরা ইচ্ছে করলেই এইসব রোগের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারি৷ আর তার জন্য মশা, মাছির উপদ্রবে রাশ টানতে হবে৷ কীভাবে তা সম্ভব হবে সেই বিষয়টিই তুলে ধরা হল এই প্রতিবেদনে৷
বাড়িতে মাত্র কয়েকটি ছোট গাছ লাগাতে পারলে এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব৷ যার মধ্যে অন্যতম হল তুলসী গাছ৷ ধর্মীয় কারণে কম বেশি প্রায় বেশিরভাগ বাড়িতেই এই গাছ লক্ষ্য করা যায়৷ এই গাছের ঔষধি গুন যেমন রয়েছে তেমনই মশা-মাছি দূর করতেও এটি সাহায্য করে৷ এই গাছ দরজার বাইরে বা ব্যালকনি-জানলার কাছে রাখতে পারেন৷ এর গন্ধতেই মশা-মাছি কাছে ঘেঁষবে না৷ এছাড়া মশার কামড়ে তুলসী পাতার রস লাগালে উপকার পাওয়া যায়৷
গাঁদা ফুল অনেকের বাড়িতেই দেখা যায়৷ এই গাঁদা গাছও মশা-মাছি তাড়ানোর কাজ করে৷ এর ফুলের গন্ধেই এরা দূরে থাকে৷ এতে পায়রেথ্রাম নামের একটি উপাদান বিদ্যমান, যা এই মশা-মাছিকে আশাপাশে ঘেঁষতে দেয় না৷ তাই অনেকেই বাড়ির চারপাশে গাঁদা গাছ বেশি পরিমাণে লাগিয়ে থাকেন৷
গাঁদার পাশাপাশি লেবুঘাসও (Lemon Grass) খুব গুরুত্বপূর্ণ ৷ এটি চা বা পানীয় তৈরিতে ব্যবহার করেন অনেকে৷ কিন্তু জানেন কি এর উপস্থিতিতে মশা-মাছি ঘরে ঢুকতে পারে না৷ এর রস গায়ে লাগালে মশা দূরে থাকে৷
এই তিনটি গাছ ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ হল পুদিনা পাতা৷ ঔষধি গুনে ভরপুর এই পুদিনা পাতা (Pudina or Mint) চা থেকে ঠান্ডা পানীয়, খাবার, চাটনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়৷ সর্দি-কাশির সমস্যায় যাদের রয়েছে, তাদের জন্য পুদিনা পাতার রস খুবই উপকারী বলে মনে করা হয়৷ গরম জলে পুদিনা পাতা ফুটিয়ে তা দিয়ে গার্গল করলে বা তার ভাপ নিলে উপকার পাওয়া যেতে পারে৷
মাথাব্যথায় (Migraine or Headache) পুদিনা পাতার চা আরাম দিতে পারে৷ এছাড়া জয়েন্টে ব্যথার সমস্যা সৃভুগলে পুদিনা পাতা বেটে তার প্রলেপ লাগালে আরাম পেতে পারেন৷ ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে পুদিনা পাতার (Spearmint) ভূমিকা অনস্বীকার্য৷ সানবার্ন দূর করতে পুদিনা পাতা এবং অ্যালোভেরার রস একসঙ্গে ১৫ মিনিট লাগিয়ে জল দিয়ে ধুলে আরাম পাওয়া যায়৷ আর সেই সঙ্গে এই পুদিনার গাছ মশা-মাছির উপদ্রবও কমাতে সাহায্য করে৷ তাই বাড়িতে এই ধরণের গাছ রাখলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন৷
বর্ষা চ্যাটার্জি
আরও পড়ুন- সহজ কয়েকটি উপায়েই দূরে থাকবে করোনা ভাইরাস (Coronavirus Protection Tips), এখনই জেনে নিন
Share your comments