কম পরিশ্রমে বেশি লাভ করতে ধুতুরা চাষ (Datura Farming) করতে পারেন

ধুতুরার বহুবিধ ব্যবহার থাকলেও এটি বিষাক্ত হওয়ায় খুব সাবধানে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা উচিত৷ তবে এর ঔষধি গুনের কারণে বাজারে এর চাহিদাও রয়েছে৷ তাই বাণিজ্যিক লাভের কারণে অনেকেই ধুতুরার চাষ (Datura Farming) করে থাকেন৷

KJ Staff
KJ Staff
Datura Farming

ধুতুরা (Datura), দেশের নানা স্থানে ঝোপেঝাড়ে এই গাছের দেখা মেলে৷ বিভিন্ন রোগের উপশমে এই গাছ অনেক কাজে লাগে৷ এর কাণ্ড ৬০-১৫০ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে৷ এর ফুলগুলি বেশিরভাগ সাদা রঙের হয়৷ এই ধুতুরার বীজ থেকে তেল তৈরি হয়, যা বাণিজ্যিকভাবে দেখতে গেলে লাভজনক৷ এর পাতার চাহিদা প্রচুর৷ তবে এর ঔষধি গুন (Medicinal Plant) যেমন রয়েছে তেমনই এটি বিষাক্তও৷ তাই এর চাষ এবং ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়৷

মাটি- যে কোনও ধরণের মাটিতেই এই গাছের চাষ হতে পারে, তবে দোআঁশ মাটিতে এর চাষের জন্য সবথেকে উপযুক্ত বলে মনে করা হয়৷ ধুতুরার চাষে সবথেকে বেশি প্রয়োজন সূর্যকিরণ৷ ধুতুরা চাষের আগে জমি ভালো করে কর্ষণ করে নিতে হবে৷ প্রয়োজনে জৈব সার ব্যবহার করতে পারেন৷

Datura Flower

চাষের সময়- সাধারণত গরমের সময় এর চাষ করা হয়ে থাকে৷ বপনের আগে বীজ ১২ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয়৷ এতে অঙ্কুরোদ্গম প্রক্রিয়া সহজ এবং দ্রুত হয়৷ ধুতুরা চাষে সেচকার্যের বিশেষ প্রয়োজন হয় না৷ দু সপ্তাহ অন্তর অন্তর জলসেচ করা যেতে পারে৷ তবে বর্ষাকালে চাষের (Monsoon Farming) জমিতে যেন জল না জমে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে৷

ধুতুরা সংগ্রহ- জুলাই মাসে এটি প্রথমবার সংগ্রহ করা যেতে পারে এবং দ্বিতীয়বার সংগ্রহ করা যেতে পারে অক্টোবর মাসে৷ পাতা, শাখা সংগ্রহের পর তা তা শুকিয়ে নেওয়া হয়৷

তবে এই ধুতুরা বিষাক্ত হওয়ায় এর চাষে (Datura Farming) যত্ন এবং সতর্কতা অবলম্বন করতে হয়৷ এই ধুতুরার উপকারিতা (Benefits of Datura) সম্পর্কে একটু জেনে নেওয়া যাক৷

১) গাঁটে ব্যথার উপশমে ধুতুরার ব্যবহার করা হয়৷ এর পাতা এবং রস ব্যথআ কমাতে খুবই সাহায্য করে৷

২) কানের প্রদাহ সারাতে এই ধুতুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এর পাতার রস মূলত কানের প্রদাহ সারাতে ব্যবহার করা হয়৷

৩) কাঁকড়াবিছের কামড়ে উপশমে সাহায্য করে ধুতুরা৷

৪) চোখের ব্যাথাতে ধুতুরা পাতার রস এবং নিম পাতার রস মিশিয়ে লাগালে উপশম পাওয়া যায় বলে দাবি করা হয়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ধুতুরার ব্যবহার করা উচিত হবে না৷

৫) ধুতুরার বীজ জ্বর, সর্দি কমাতে সাহায্য করে, এবং কফ দবর করতেও সাহায্য করে৷

ধুতুরার বহুবিধ ব্যবহার থাকলেও এটি বিষাক্ত হওয়ায় খুব সাবধানে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা উচিত৷ তবে এর ঔষধি গুনের কারণে বাজারে এর চাহিদাও রয়েছে৷ তাই বাণিজ্যিক লাভের কারণে অনেকেই ধুতুরার চাষ করে থাকেন৷

 

আরও পড়ুন- খারিফ মরসুমে কচু চাষে (Taro Farming) হতে পারে প্রচুর লাভ

Published On: 25 June 2020, 10:15 PM English Summary: Datura farming will be profitable for you

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters