কৃষিজাগরন ডেস্কঃ কিছুদিন ধরেই লাভজনক ফসল চাষের দিকে ঝুঁকছেন দেশের কৃষকরা। পেঁপেও সেসব ফসলের অন্তর্ভুক্ত। উদ্যানপালনের ক্ষেত্রে পেঁপে চাষে ভালো সম্ভাবনা দেখে বিহার সরকার তার কৃষকদের উৎসাহিত করছে। এর আওতায় সরকার কৃষকদের পেঁপে বাগান করতে বাম্পার ভর্তুকি দিচ্ছে।
কত ভর্তুকি পাবেন?
বিহার সরকার ইন্টিগ্রেটেড হর্টিকালচার ডেভেলপমেন্ট মিশন প্রকল্পের অধীনে পেঁপে চাষের জন্য কৃষকদের 75 শতাংশ ভর্তুকি দিচ্ছে। রাজ্য সরকার পেঁপে চাষের জন্য একক খরচ নির্ধারণ করেছে প্রতি হেক্টরে 60,000 টাকা। এতে কৃষকরা 75 শতাংশ অর্থাৎ 45,000 টাকা ভর্তুকি পাবেন। এক হেক্টর জমিতে পেঁপে চাষের জন্য পেঁপে চাষীদের খরচ করতে হবে মাত্র ১৫ হাজার টাকা।
আরও পড়ুনঃ হাইড্রোপনিক পদ্ধতিতে পুদিনা বাগান, জেনে নিন এর উপকারিতা
কৃষকদের এখানে আবেদন করতে হবে
আপনি যদি বিহারের একজন কৃষক হন এবং পেঁপে চাষে আগ্রহী হন, তাহলে আপনি সমন্বিত উদ্যানপালন উন্নয়ন মিশন প্রকল্পের অধীনে পেঁপে চাষে ভর্তুকির সুবিধা পেতে horticulture.bihar.gov.in ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। এই প্রকল্প সম্পর্কে অন্যান্য তথ্যের জন্য, কৃষকরা নিকটস্থ উদ্যানপালন বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুনঃ এক একরে ৬০ লাখ টাকা আয় হবে, এভাবেই চাষ হচ্ছে এই ফল
পেঁপে চাষ কৃষকদের জন্য লাভজনক
পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, এর পাশাপাশি ভিটামিন সিও পাওয়া যায়। সেই সঙ্গে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস ও আয়রন ইত্যাদিও পাওয়া যায় পেঁপেতে। এছাড়াও অন্যান্য অনেক রোগেও এটি উপকারী। এমতাবস্থায় পেঁপে চাষ কৃষকদের জন্য লাভজনক হতে পারে।
Share your comments