এই কয়েকটি বাজরা (Millet Varieties) থেকে পেতে পারেন ভালো ফসল

১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বাজরা বপনের (Millet Sowing) উপযুক্ত সময় বলে মনে করা হয়৷ এতে ফসলের উৎপাদন (Millet Sowing in Monsoon) বাড়ে এবং লাভও নিশ্চিত হয়ে যায়৷ জেনে নেওয়া যাক বাজরার কয়েকটি প্রজাতি সম্পর্কে৷

KJ Staff
KJ Staff
Millet Cultivation

ইতিমধ্যেই দেশে খারিফ শস্যের চাষ শুরু হয়ে গিয়েছে৷ আর দেশের বিভিন্ন রাজ্যে খারিফ মরশুমে (Monsoon Cultivation) বিভিন্ন ধরণের ফসলের চাষ করে থাকেন কৃষকেরা৷ এই তালিকায় রয়েছে বাজরাও৷ বহু কৃষকের কাছেই অবশ্য খারিফে বাজরা চাষ সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়৷ আর এই সমগ্র চাষই বৃষ্টির ওপরে নির্ভরশীল৷

তাই ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বাজরা বপনের (Millet Sowing) উপযুক্ত সময় বলে মনে করা হয়৷ এতে ফসলের উৎপাদন (Millet Sowing in Monsoon) বাড়ে এবং লাভও নিশ্চিত হয়ে যায়৷ খারিফ মরশুমের সময়সীমা জুন-সেপ্টেম্বর, বলা যায় এই সময়ের ফসলের স্থায়িত্বকাল অন্যান্য মরশুমের ফসলের থেকে অনেক বেশি৷

Millet Varieties

কৃষি বিজ্ঞানীদের মতে চলতি বছরে বাজরার ভালো ফলন পেতে জুলাই মাস থেকেই এর রোপন কার্যের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত৷ সেই সঙ্গে এও উল্লেখযোগ্য যে, এক একর চাষের জমিতে প্রায় দেড় থেকে দু কিলো বীজ বপন (Millet Seeds) করা উচিত৷ এই বীজের আবার প্রকারভেদ রয়েছে৷ বহু বীজ এমন রয়েছে যাদের থেকে ফলন ভালো হতে পারে সঠিকভাবে চাষ করতে পারলে৷ চলুন দেখে নেওয়া যাক৷

পুসা ৩২২- এই ধরণের বাজরা তৈরি হতে সময় নেয় প্রায় ৭৫-৮০দিন৷ এদের উচ্চতা প্রায় ২২০ সেন্টিমিটার পর্যন্ত হয়৷ প্রতি হেক্টরে প্রায় ৩০ ক্যুইন্টাল ফসল পাওয়া যেতে পারে৷

Millet

এম এইচ ১৪৩- এটি শঙ্কর প্রজাতির বাজরা৷ প্রায় ৫২ ক্যুইন্টাল ফসলের আশা করা যেতে পারে৷ এটি তুলনামূলকভাবে প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ বলে দাবি করা হয়৷

এম বি এইচ ১৫১- অন্যান্য সাধারণ বাজরার থেকে এই বাজরা একটু আলাদা, কারণ কোলেস্টেরলের মাত্রা ধরে রাখতে এই বাজরা সাহায্য করে থাকে৷ প্রায় ৫০ ক্যুইন্টাল পর্যন্ত ফসল পাওয়া যেতে পারে এর থেকে৷

এইচ এইচ বি ৬৭- যে সব স্থানে বেশি বৃষ্টিপাত হয় না, সেই সব স্থানে এই বাজরা চাষ করা যেতে পারে৷ প্রায় ২ মাস পর এটি সংগ্রহের উপযুক্ত হয়ে ওঠে৷

এমএইচ ১৬৯- এর উচ্চতা প্রায় ১৬৯ সেন্টিমিটার হয়ে থাকে৷ পাতাগুলি উজ্জ্বল হয়৷ এটি সংগ্রহের জন্য প্রস্তুত হতে প্রায় ৮০-৮৫ দিন সময় নেয়৷ প্রতি হেক্টরে প্রায় ২০-৩০ ক্যুইন্টাল গড় ফলন পাওয়া যেতে পারে৷

আর এইচ বি ১২১- এটি শঙ্কর প্রজাতির বাজরা৷ এর গাছের উচ্চতা ১৬৫ থেকে ১৭৫ সেন্টিমিটার হয়ে থাকে৷ এর ফসল পাকতে সময় নেয় প্রায় ৭৫-৭৮ দিন৷ এর থেকে গড় ফলন প্রায় ২২-২৫ ক্যুইন্টাল পাওয়া যেতে পারে৷

আরও  পড়ুন- লঙ্কার এই ধরণগুলি সম্পর্কে (Chilli Varieties) জানেন কি, চাষে লাভ হতে পারে

চির-অবহেলিত বকফুল (Cultivation of Sesbania grandiflora): উত্তরণের পথে – বকফুলের আবাদ ও কীট নিয়ন্ত্রণ

সয়বিনের (Profitable cultivation of soybean) লাভজনক চাষ

Published On: 08 July 2020, 04:37 PM English Summary: You should know about these few profitable millet varieties

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters