চাতকের মত কালবৈশাখী আর বৃষ্টির জন্য অপেক্ষা করছে শহর কলকাতাবাসী। তবে কলকাতায় বৃষ্টির দেখা না গেলেও রাজ্যের আশেপাশের জেলায় বেশ দাপট চালাচ্ছে কালবৈশাখী। নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখীর ব্যাপক তাণ্ডবে গেল প্রাণ। মাত্র ১৫ মিনিটের ঝড়েই দিশেহারা অবস্থা নদিয়ার করিমপুরে। বাড়ির চাল উড়ে গেছে। বাড়ির ওপর পড়েছে গাছ। ঝড়ের দাপটে উড়ে গেছে বিদ্যুতের খুঁটি।
শুক্রবার বিকেল থেকেই নদিয়ার বিভিন্ন এলাকায় শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। বাড়িতে গাছ পড়ে মুরুটিয়ায় এক বৃদ্ধ কৃষ্ণ হালদারের মৃত্যু হয়। পাশাপাশি ঝড়ের দাপটে আহত হয়েছে বেশ কয়েকজন। বহু রাস্তা হয়েছে বন্ধ। চাষের জমিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। করিমপুর, শিকারপুর সহ আশেপাশের এলাকায় কলা বাগান, পটলের জমি নষ্ট হয়ে গিয়েছে। নদিয়ায় কলা চাষের ওপর নির্ভর করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই কালবৈশাখী মাত্র ১৫ মিনিটেই কলার বাগান লণ্ডভণ্ড করে দিয়েছে।
আরও পড়ুনঃ বর্ষা 2022: বর্ষার আগমন খরিফ ফসলের উপর কীভাবে প্রভাব ফেলবে?
একই দিনে মুর্শিদাবাদের লালগোলা থানার ফতেপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের। দুপুর তিনটে থেকেই এই জেলায় শুরু হয় ঝড় বৃষ্টির দাপট। মাঠে গাছের নীচে দাঁড়িয়েছিলেন জাকির হোসেন ও শরিফুল ইসলাম। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
আরও পড়ুনঃ ২০ মিনিটের ঝড়ের তাণ্ডব! কোচবিহারে ঘর ভাঙল হাজার হাজার, মৃত ৩
Share your comments