১ জুলাই থেকে ব্যাঙ্ক এটিএম থেকে নগদ (Cash Withdrawl from ATM) তোলার নিয়মে পরিবর্তন আসতে চলেছে বলে জানা গিয়েছে৷ লকডাউনে বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছিল ব্যাঙ্কে৷ এবং যতক্ষণ না ফের এর মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, ততক্ষণ ধরে নেওয়াই যেতে পারে আগামী ৩০ জুনের পর পুরনো নিয়ম বহাল হতে চলেছে ব্যাঙ্কগুলিতে৷
বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার নিয়ম বিভিন্ন৷ তাই আপনি চাইলে আপনি যে ব্যাঙ্কের গ্রাহক সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নিয়ম নীতি (Banking Rules) সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন৷ লকডাউন পর্বে কম বেশি ধাক্কা খেয়েছে বিভিন্ন ক্ষেত্র এবং জনজীবন৷ নিয়ম পরিবর্তিত হয়েছে ব্যাঙ্কেও৷ কিন্তু আগামী মাস থেকে কোন কোন নিয়ম বদল আসতে পারে সে সম্পর্কে জেনে রাখা প্রয়োজন৷
লকডাউনে মানুষের যে আর্থিক অবস্থার ওপর যে প্রভাব পড়েছে, তা তে তার স্বাভাবিক জীবন ব্যহত হয়েছে৷ যে নিয়মে এতোদিন সকলে চলে এসেছে, তা করোনা ভাইরাসের (Coronavirus) আক্রমণে আমূল বদলে গিয়েছে৷ সে সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়৷ তবে সব সামলে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া সকলে৷ আর এরইমাঝে এবার ব্যাঙ্ক ফিরতে চলেছে তার নিজস্ব নিয়ম নিয়ে৷
ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে লকডাউনে নিয়ম শিথিল করা হয়েছিল, জানা যাচ্ছে এবার সেই নিয়মে রাশ টানা হবে পরের মাস থেকে৷ বর্তমানে আপনি এটিএম থেকে একেবারে ১০ হাজার টাকা তুলতে পারেন৷ লকডাউনের সময় এই টাকা তোলার ক্ষেত্রে তিন মাসের জন্য চার্জ উঠিয়ে নেওয়া হয়েছিল৷ টাকা তোলার ক্ষেত্রে যে চার্জ নেওয়া হত সেটা জুনের পর থেকে ফের লাগু হতে পারে৷
এছাড়া জানা যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) সেভিংস অ্যাকাউন্টে (Saving Account) সুদের হার বা ইন্টারেস্ট রেট (Interest Rate) ০.৫০ শতাংশ কমিয়েছে৷ জুলাই মাস থেকে সেভিংস অ্যাকাউন্টে সবথেকে বেশি ৩.২৫ শতাংশ ইন্টারেস্ট রেট দেওয়া হবে৷ এতে যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা ব্যালেন্স থাকে তাহলে বার্ষিক ৩ শতাংশ হারে, আর ৫০ লক্ষের বেশি থাকলে বার্ষিক ৩.২৫ শতাংশ হারে ইন্টারেস্ট রেট পাওয়া যাবে৷
এর পাশাপাশি, ১ জুলাই থেকে ন্যূনতম ব্যালেন্সে (Minimum Balance) ছাড় শেষ হচ্ছে৷ আপনার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম এবং লিমিট শহরে এবং গ্রামে পৃথক পৃথক৷ এই ন্যূনতম ব্যালেন্স-এ যে ছাড়া দেওয়া হয়েছিল এতোদিন, সেই ছাড়ও সমাপ্ত হতে পারে বলে জানা যাচ্ছে৷
বর্ষা চ্যাটার্জি
Share your comments