জুলাইয়ে ব্যাঙ্কের নিয়মে (Banking Rules) হতে চলেছে বড় পরিবর্তন, এখনই জেনে নিন

লকডাউনে (Lockdown) বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছিল ব্যাঙ্কে৷ এবং যতক্ষণ না ফের এর মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, ততক্ষণ ধরে নেওয়াই যেতে পারে আগামী ৩০ জুনের পর পুরনো নিয়ম (Banking Rules) বহাল হতে চলেছে ব্যাঙ্কগুলিতে৷

KJ Staff
KJ Staff
ATM Rules

১ জুলাই থেকে ব্যাঙ্ক এটিএম থেকে নগদ (Cash Withdrawl from ATM) তোলার নিয়মে পরিবর্তন আসতে চলেছে বলে জানা গিয়েছে৷ লকডাউনে বেশ কিছু নিয়ম শিথিল করা হয়েছিল ব্যাঙ্কে৷ এবং যতক্ষণ না ফের এর মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে, ততক্ষণ ধরে নেওয়াই যেতে পারে আগামী ৩০ জুনের পর পুরনো নিয়ম বহাল হতে চলেছে ব্যাঙ্কগুলিতে৷

বিভিন্ন ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার নিয়ম বিভিন্ন৷ তাই আপনি চাইলে আপনি যে ব্যাঙ্কের গ্রাহক সেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে নিয়ম নীতি (Banking Rules) সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন৷ লকডাউন পর্বে কম বেশি ধাক্কা খেয়েছে বিভিন্ন ক্ষেত্র এবং জনজীবন৷ নিয়ম পরিবর্তিত হয়েছে ব্যাঙ্কেও৷ কিন্তু আগামী মাস থেকে কোন কোন নিয়ম বদল আসতে পারে সে সম্পর্কে জেনে রাখা প্রয়োজন৷

Money

লকডাউনে মানুষের যে আর্থিক অবস্থার ওপর যে প্রভাব পড়েছে, তা তে তার স্বাভাবিক জীবন ব্যহত হয়েছে৷ যে নিয়মে এতোদিন সকলে চলে এসেছে, তা করোনা ভাইরাসের (Coronavirus) আক্রমণে আমূল বদলে গিয়েছে৷ সে সঙ্গে যুক্ত হয়েছে প্রাকৃতিক বিপর্যয়৷ তবে সব সামলে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া সকলে৷ আর এরইমাঝে এবার ব্যাঙ্ক ফিরতে চলেছে তার নিজস্ব নিয়ম নিয়ে৷

ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে লকডাউনে নিয়ম শিথিল করা হয়েছিল, জানা যাচ্ছে এবার সেই নিয়মে রাশ টানা হবে পরের মাস থেকে৷ বর্তমানে আপনি এটিএম থেকে একেবারে ১০ হাজার টাকা তুলতে পারেন৷ লকডাউনের সময় এই টাকা তোলার ক্ষেত্রে তিন মাসের জন্য চার্জ উঠিয়ে নেওয়া হয়েছিল৷ টাকা তোলার ক্ষেত্রে যে চার্জ নেওয়া হত সেটা জুনের পর থেকে ফের লাগু হতে পারে৷

Cash Withdrawl

এছাড়া জানা যাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) সেভিংস অ্যাকাউন্টে (Saving Account) সুদের হার বা ইন্টারেস্ট রেট (Interest Rate) ০.৫০ শতাংশ কমিয়েছে৷ জুলাই মাস থেকে সেভিংস অ্যাকাউন্টে সবথেকে বেশি ৩.২৫ শতাংশ ইন্টারেস্ট রেট দেওয়া হবে৷ এতে যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা ব্যালেন্স থাকে তাহলে বার্ষিক ৩ শতাংশ হারে, আর ৫০ লক্ষের বেশি থাকলে বার্ষিক ৩.২৫ শতাংশ হারে ইন্টারেস্ট রেট পাওয়া যাবে৷

এর পাশাপাশি, ১ জুলাই থেকে ন্যূনতম ব্যালেন্সে (Minimum Balance) ছাড় শেষ হচ্ছে৷ আপনার সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম এবং লিমিট শহরে এবং গ্রামে পৃথক পৃথক৷ এই ন্যূনতম ব্যালেন্স-এ যে ছাড়া দেওয়া হয়েছিল এতোদিন, সেই ছাড়ও সমাপ্ত হতে পারে বলে জানা যাচ্ছে৷

বর্ষা চ্যাটার্জি

আরও পড়ুন- পিএম জন ধন, প্রধানমন্ত্রী কিষাণ, উজ্জ্বলা যোজনা প্রকল্পের ভর্তুকি (Have you received the subsidy or not check details) কি পেয়েছেন? অ্যাকাউন্টে অর্থ ক্রেডিট হয়েছে কি? যোগাযোগ করুন এই নম্বরে

Published On: 27 June 2020, 05:56 PM English Summary: Bank ATM cash withdrawal rules to change from first July

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters