২০২২ সালে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! রইল ছুটির তালিকা

গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নতুন বছরের শুরুতে এবং নতুন মাসের শুরুতে ছুটির তালিকা প্রকাশ করে। সারাবছর ঠিক কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই নিয়ে আগেই তালিকা প্রকাশ করে দেয়। তাই ইতিমধ্যেই নতুন বছরের শুরুতেই ছুটির তালিকা প্রকাশ করেছে আর বি আই।

Rupali Das
Rupali Das
প্রতীকী ছবি ( Image credit- Google)

গ্রাহকদের সুবিধার্থে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নতুন বছরের শুরুতে এবং নতুন মাসের শুরুতে ছুটির তালিকা প্রকাশ করে। সারাবছর ঠিক কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেই নিয়ে আগেই তালিকা প্রকাশ করে দেয়। তাই ইতিমধ্যেই নতুন বছরের শুরুতেই ছুটির তালিকা প্রকাশ করেছে আর বি আই। উল্লেখ্য সমস্ত রাজ্যে তাঁদের আঞ্চলিক অনুষ্ঠান অনুযায়ী ছুটি পাওয়া যায়। আর ন্যাশনাল হলি ডে গুলিতেও বন্ধ থাকে ব্যাঙ্ক।  পাশাপাশি সপ্তাহের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং প্রত্যেক রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।

আসুন দেখে নেওয়া যাক আমাদের রাজ্যে ঠিক কতদিন এই বছর বন্ধ থাকবে ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের তালিকা অনুযায়ী ২০২২ সালে মোট ১৭টি ছুটি পাবে বাংলার ব্যাঙ্ক কর্মীরা। আর বেশ কয়েকটি ছুটি পড়েছে রবিবার তাই সেই ছুটি গুলি তাঁদের গেল।

১২ জানুয়ারি  : স্বামী বিবেকানন্দের জন্মদিন।

২৬ জানুয়ারি : প্রজাতন্ত্র দিবস।

৫ ফেব্রুয়ারি  : সরস্বতী পূজা।

১৮ ফেব্রুয়ারী  : দোলযাত্রা।

১ এপ্রিল  : ইয়ারলি ব্যাঙ্ক ক্লোজিং অ্যাকাউন্ট।

১৪ এপ্রিল  : আম্বেদকর জন্ম জয়ন্তী, মহাবীর জয়ন্তী।

১৫ এপ্রিল: গুড ফ্রাইডে, বাংলা নববর্ষ।

৩ মে  : ভগবান শ্রী পরশুরাম জন্মজয়ন্তী, রমজান ঈদ, অক্ষয় তৃতীয়া।

৯ মে  : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।

১৬ মে  : বুদ্ধ পূর্ণিমা।

৯ আগস্ট  : মহরম।

১৫ আগস্ট  : স্বাধীনতা দিবস।

৩ থেকে ৫ অক্টোবর - দুর্গাপুজো

২৪ অক্টোবর  : কালীপুজো।

৮ নভেম্বর: গুরু নানক জন্মজয়ন্তী।

আরও পড়ুনঃ  গ্রাহকদের জন্য সুখবর, আগামী মাস থেকে লাগু হচ্ছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নয়া নিয়ম, দেখে নিন

আরও পড়ুনঃ  প্রতিদিন ২জিবি ডেটা সহ দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Airtel,Jio,Vi

Published On: 18 January 2022, 10:40 AM English Summary: Bank shut down on this day in the year of 2022 in west Bengal

Like this article?

Hey! I am Rupali Das. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters