ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের (Ministry of Defence) অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) বিভিন্ন পদে নিয়োগ চলছে। সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bel-india.in/Default.aspx -এ গিয়ে প্রার্থীরা এই নোটিস দেখতে পারেন |
মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে থাকা ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড একটি নবরত্ন কোম্পানি এবং ভারতে প্রিমিয়ার প্রোফেশনাল কোম্পানিগুলির মধ্যে অন্যতম। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে উপরে উল্লিখিত পদগুলির জন্য চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছে। মূলত EVM তৈরি, এক্সপোর্ট ম্যানুফ্যাকচারিং, SC এবং US, বেঙ্গালুরু কমপ্লেক্সের SBUs-তে মিলিটারি র্যাডার ও মিলিটারি কমিউনিকেশন ইত্যাদি কাজের জন্য নিয়োগ করা হবে।
পদের নাম(Designation):
ট্রেনি ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদ(Vacancy):
মোট পদের সংখ্যা ৫১১টি | প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ট্রেনি ইঞ্জিনিয়ার ৩০৮টি পদ এবং
প্রজেক্ট ইঞ্জিনিয়ার ২০৩টি পদ রয়েছে |
আরও পড়ুন - Weather Update: দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস, রবিবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা
আবেদনের শেষ তারিখ(Last date):
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের ১৫ অগাস্ট, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
আবেদন ফিস(Fees):
ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য ২০০ টাকা এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ৫০০ টাকা দিতে হবে | তবে, SC /ST /PWD প্রার্থীদের আবেদন ফিস দিতে হবেনা |
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
প্রার্থীদের Electronics/Electronics & Communication/Electronics, Telecommunication/Telecommunication / Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics-এ BTECH/BE ডিগ্রি থাকতে হবে |
প্রয়োজনীয় ডকুমেন্টস(Important documents):
১) মাধ্যমিকের রেজাল্ট
২) B.TECH/B.E- র সার্টিফিকেট, প্রত্যেক সেমিস্টারের রেজাল্ট
৩) পূর্বে চাকরি করে থাকলে তার প্রমাণপত্র
৪) কাস্ট সার্টিফিকেট
নিয়োগ পদ্ধতি:
আবেদনকারী প্রার্থীদের BE এবং BTech-এ প্রাপ্ত নম্বর অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। BE এবং BTech-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৭৫% নম্বর দেওয়া হবে এবং ১০% নম্বর দেওয়া হবে কাজের পূর্ব অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ওপর |
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Web-advt-English-03-08-2021.pdf
Share your comments