CSIR Recruitment: কাঁচ গবেষণা কেন্দ্রে গ্রূপ- সি কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত তথ্য

রাজ্যের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থায় বিভিন্ন গ্রূপ- সি পদে কর্মী নিয়োগ। উচ্চমাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিয়োগ করবে সেন্ট্রাল গ্লাস এন্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট।

রায়না ঘোষ
রায়না ঘোষ
CSIR Recruitment 2021
CSIR recruitment 2021 (image credit- Google)

রাজ্যের মধ্যে কেন্দ্রীয় সরকারের কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থায় বিভিন্ন গ্রূপ- সি পদে কর্মী নিয়োগ। উচ্চমাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। নিয়োগ করবে সেন্ট্রাল গ্লাস এন্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট। আবেদন করতে হলে জেনে নিন শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সহ সম্পূর্ণ আবেদন পদ্ধতি।

পদের নাম:

জুনিয়র স্টেনোগ্রাফার (ইংলিশ/ হিন্দি)

শূন্যপদ:

৫টি।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা সমতুল্য। কম্পিউটার বা স্টেনোগ্রাফিতে টাইপিং স্পিড থাকতে হবে। কম্পিউটার বা স্টেনোগ্রাফি ব্যবহারে দক্ষ হতে হবে।

বেতন(Salary):

পে লেভেল ৪ অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন ৩৮,০০০/- টাকা।

পদের নাম:

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল)

শূন্যপদ:

৭ টি।

আরও পড়ুন - IDBI Recruitment: IDBI ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, দেখে নিন তথ্য

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা সমতুল্য। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫ টি শব্দ এবং হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

বেতন:

পে লেভেল ৪ অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন ৩০,০০০/- টাকা।

পদের নাম:

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F & A)

শূন্যপদ:                                    

৩টি।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা সমতুল্য। একাউন্ট‍্যান্সি বিষয় হিসেবে থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫ টি শব্দ এবং হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ লিখতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

বেতন:

পে লেভেল ৪ অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন ৩০,০০০/- টাকা।

পদের নাম:

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস্ অ্যান্ড পারচেস)

শূন্যপদ:

৩ টি।

শিক্ষাগত যোগ্যতা:

উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে বা সমতুল্য। কম্পিউটারে ইংরেজিতে মিনিটে ৩৫ টি শব্দ এবং হিন্দিতে মিনিটে ৩০ টি শব্দ তোলার গতি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে।

বেতন:

পে লেভেল ৪ অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন ৩০,০০০/- টাকা।

বয়স:

জুনিয়ার স্টেনোগ্রাফার পদের জন্য বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। জুনিয়র স্টেনোগ্রাফার, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F & A), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস্ অ্যান্ড পারচেস) পদগুলির জন্য বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সর্বোচ্চ বয়সে ST/ SC প্রার্থীরা ৫ বছরের এবং OBC প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন। এছাড়াও যারা বয়সে ছাড় পেয়ে থাকেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়স হিসেব করা হবে ১৫/০৮/২০২১ তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।  https://www.cgcri.res.in/ এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ আগামী ১৫ অগাস্ট পর্যন্ত।

আবেদন ফি:

উপরিউক্ত পদগুলির জন্য আবেদন ফি ১০০  টাকা। ST, SC, PWD, মহিলা প্রার্থী, CSIR কর্মীদের কোনরকম আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের (নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি) মাধ্যমে।

আরও পড়ুন -Tokyo Olympics 2020: ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

Published On: 06 August 2021, 01:41 PM English Summary: CSIR Recruitment: Group-C Staff Recruitment at ceramic Research Center, see details

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters