IDBI Recruitment: IDBI ব্যাংকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, দেখে নিন তথ্য

ব্যাংকে এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনের মধ্যে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনি যদি স্নাতক পাশ করে থাকেন এবং ব্যাংকে চাকরির আগ্রহী হন, তবে এই নিবন্ধটি পড়ুন | এই নিবন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হলো,

রায়না ঘোষ
রায়না ঘোষ
IDBI Bank Recruitment
IDBI bank recruitment (image credit- Google)

ব্যাংকে এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনের মধ্যে আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনি যদি স্নাতক পাশ করে থাকেন এবং ব্যাংকে চাকরির আগ্রহী হন, তবে এই নিবন্ধটি পড়ুন | এই নিবন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হলো,

পদের নাম(Designation):

এক্সিকিউটিভ

শূন্যপদ(Vacancy):

৯৫৬টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

 অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে। SC/ ST/ PWD প্রার্থীদের জন্য কমপক্ষে ৫০ শতাংশ নম্বর লাগবে। কম্পিউটার ব্যবহার ও সঠিক কাজ করার দক্ষতা থাকতে হবে |

আরও পড়ুন -Tokyo Olympics 2020: ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে ব্রোঞ্জ জয় ভারতের

বয়স(Age):

০১/০৭/২০২১ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৩ বছর, SC/ ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ৫ বছর এবং PWD প্রার্থীরা সর্বোচ্চ বয়সে ১০  বছরের ছাড় পাবেন এছাড়াও যে সমস্ত প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন(Salary):

প্রথম বছরে প্রতি মাসে ২৯,০০০/- টাকা দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩০,০০০/- টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৩৪,০০০/- টাকা করে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি(Application procedure):

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। https://www.idbibank.in/index.aspx এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। ফটো, স্বাক্ষর এবং বাম হাতের ছাপ সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ(Last date):

আবেদন করতে পারবেন আগামী ১৮ আগস্ট পর্যন্ত।

আবেদন ফি(Fees):

উপরিউক্ত পদগুলির জন্য আবেদন ফি ১০০০ টাকা। ST, SC, PWD প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের (Net Banking, Visa Card, Master Card, Debit Card, Credit Card ইত্যাদি) মাধ্যমে।

অফিসিয়াল নোটিফিকেশন দেখার লিংক(Official notification):

https://www.idbibank.in/pdf/careers/Executive03082021.pdf

আরও পড়ুন - Crop Pilot Project in Odisha: ওড়িশার কৃষি মন্ত্রী শস্য বৈচিত্র্যের পাইলট প্রকল্পের উদ্বোধন করেছেন

Published On: 05 August 2021, 04:07 PM English Summary: IDBI Recruitment: IDBI Bank has published recruitment notice, see the information

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters