বাজারে সবসময় কয়েকটি জিনিসের চাহিদা তুঙ্গে থাকে, আর তার মধ্যে অন্যতম হল ডেয়ারি (Dairy Products) বা দুধ বা দুগ্ধজাত দ্রব্যের৷ সেদিক থেকে দেখতে গেলে দুধ, দই, পনীর এমনই বহু প্রোডাক্ট রয়েছে যেখানে মন্দার হার কম৷ কেন্দ্র এবং রাজ্য সরকারও এই ডেয়ারি ফার্মগুলির (Dairy Farm) বিকাশে যথেষ্ট সহায়তা প্রদানের চেষ্টা করে৷ এমনকি ডেয়ারি ফার্ম বিজনেস-এর জন্য লোনও (Loan for Dairy Farm Business) পাওয়া সম্ভব৷
পশুপালকদের জন্য এই ব্যবসা অত্যন্ত লাভজনক৷ বর্তমান সময়ে অতিরিক্ত উপার্জন বা মুনাফার জন্য এই ব্যবসাতে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন৷ তাই কৃষক বা পশুপালকেরা ঋণ নিয়ে ডেয়ারি ফার্ম ব্যবসা (Dairy Farm Business) শুরুর পরিকল্পনা করতে পারেন৷ তবে এই ব্যবসা সম্পর্কে অভিজ্ঞা কোনও ব্যক্তির মতামত গ্রহণও করতে পারেন৷ উল্লেখ্য, চাইলে ব্যাঙ্ক থেকেও এই ব্যবসার জন্য লোন (Dairy Farm Business Loan) নিতে পারেন৷
ডেয়ারি ফার্ম-এর ব্যবসায় (Dairy Farm Business) লোন দেওয়ার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-এর (State Bank of India) নাম উল্লেখ করা যেতে পারে৷ জানা যাচ্ছে, এই ব্যাঙ্ক থেকে দেওয়া হয়-
মিল্ক হাউস অথবা সোসাইটি অফিস-এর (Milk house or Society office) জন্য নূ্যনতম ২ লক্ষ টাকার লোন
অটোমেটিক মিল্ক কালেকশন সিস্টেম-এর (Automatic milk collection system) জন্য ১লক্ষ টাকা পর্যন্ত লোন
মিল্ক ট্রান্সপোর্ট ভেহিকল-এর (Milk transportation vehicle) জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন
চিলিং ইউনিট-এর (Chilling unit) জন্য ৪ লক্ষ টাকার লোন
ডেয়ারি ফার্মের (Dairy Farm Business Loan) এই লোনের মার্জিন ১৫ শতাংশ৷ এই লোনের রিপেমেন্ট পিরিয়ড (Repayment Period) ৬ মাস স্টার্ট আপের সঙ্গে ৬০ মাস স্থির করা হয়েছে৷ এছাড়া সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র (State Bank of India) সেন্ট্রাল ডেয়ারি স্কিম রয়েছে৷
অন্যান্য কয়েকটি ব্যাঙ্কেও লোন পেতে পারেন৷ তবে মনে রাখতে হবে বিভিন্ন ব্যাঙ্কে লোনের ইন্টারেস্ট বা সুদ (Loan Interest) বিভিন্ন রকম৷ তাই সে সব খুঁটিনাটি দেখে তবে লোন গ্রহণ করুন৷ লোনের জন্য সঠিকভাবে আবেদন জানিয়ে ফর্ম পূরণ করতে হবে যেমন তেমনই কিছু ডকুমেন্টসও জমা করতে হবে৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে (SBI) গিয়ে আপনি আদৌ এই লোন নেওয়ার জন্য উপযুক্ত কিনা, বা এই লোন সম্পর্কেও আরও বিস্তারিত জেনে নিতে পারেন৷
৭.১৫ শতাংশ সুদে (7.15 percent interest- FD) আপনার সঞ্চয়কৃত অর্থ বিনিয়োগ করুন এই সরকারী স্কিমে
Share your comments