মধ্যবিত্তের কপালে ভাঁজ! এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের (LPG Price Hike) দাম

এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম (Domestic Cooking Gas) ৷ চলতি বছরে জুনের শুরু থেকেই নয়া দাম ধার্য হয়েছে৷ ১ জুন থেকে মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, এই চারটি মেট্রো শহরে ইন্ডেন-এর ভর্তুকিহীন রান্নার গ্যাসের (LPG Price Hike) দাম বেড়েছে৷

KJ Staff
KJ Staff

করোনা ভাইরাসের (Covid 19) চেন ভাঙতে দেশব্যাপী লকডাউনে (Lockdown) আমজনতার রুজিরোজগার থেকে হেঁসেলে পড়েছে টান৷ ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা শুরু হতেই পকেটে টানা৷ এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম৷ চলতি বছরে জুনের শুরু থেকেই নয়া দাম ধার্য হয়েছে৷

১ জুন থেকে মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, এই চারটি মেট্রো শহরে ইন্ডেন-এর ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে৷ স্থান ভেদে দামের তারতম্য রয়েছে৷ দিল্লিতে এলপিজি-র দাম বেড়েছে ১১.৫০টাকা৷ বর্তমান মূল্য ৫৯৩ টাকা৷ মুম্বইয়েও একই দাম বেড়ে বর্তমানে রান্নার গ্যাসের দাম (Domestic Cooking Gas) হয়েছে ৫৯০.৫০ টাকা৷ এদিকে চেন্নাইয়ে দাম বেড়েছে অনেকটাই, ৩৭টাকা৷ ভর্তুকিহীন বর্ধিত গ্যাসের দাম ৬০৬.৫০ টাকা৷ চেন্নাইয়ের থেকে কম হলেও, দিল্লি-মুম্বইয়ের থেকে অনেকটাই বেশি দাম দিতে হবে কলকাতাবাসীকে৷ ৩১.৫০ টাকা বেড়ে বর্তমানে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হল ৬১৬ টাকা৷ 

তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সুবিধা যারা পাচ্ছেন তাদের ওপর এই দাম লাগু হচ্ছে না৷ তারা আগামী ৩০জুন পর্যন্ত এই সুবিধার আওতায় থাকছেন৷

প্রসঙ্গত, লকডাউনের সময়কালে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প বা যোজনা শুরু করে আমজনতার সুবিধার জন্য৷ উল্লেখ্য, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা (PMGKY)-এর আওতায় ৬.৮ কোটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে বিতরণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের তথ্য অনুসারে, ২০২০ সালের এপ্রিল মাসে তেল বিপণন সংস্থাগুলি (OMCs) পিএমজিকেপি-র অধীনে উজ্জ্বল যোজনা (PMUY) সুবিধাভোগীদের ৪৫৩.০২ লক্ষ সিলিন্ডার এবং ২০ শে মে পর্যন্ত মোট ৬৭৯.৯২ (লক্ষ) সিলিন্ডার বিতরণ করেছে৷

কেন বাড়ছে দাম (LPG Price Hike)?

জানা গিয়েছে, চলতি মাস থেকেই আন্তর্জাতিক বাজারে বেড়েছে এলপিজি-এর (LPG) মূল্য৷ যার প্রভাব পড়েছে দেশে৷ তবে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় যারা রয়েছেন তারা ৩০ জুন পর্যন্ত বিনামূল্যে গ্যাস পাবেন৷

একনজরে রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি (Revised Price of Domestic Cooking Gas)-

কলকাতা- ৬১৬ টাকা

দিল্লি- ৫৯৩ টাকা

মুম্বই- ৫৯০.৫০ টাকা

চেন্নাই- ৬০৬.৫০ টাকা

 

বর্ষা চ্যাটার্জি

Related Article-

https://bengali.krishijagran.com/news/free-distribution-of-6-million-cylinders-under-the-prime-ministers-ujjwala-yojana/

 

Published On: 03 June 2020, 02:14 PM English Summary: Domestic cooking gas price hiked in metros

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters