মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ। ভারত সরকারের ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট -এ বিভিন্ন গ্ৰুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে ইস্ট্রান কমান্ড সিগন্যাল রেজিমেন্ট -এর কলকাতা ফোর্ট উইলিয়ামে। কেবল মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত।
পদের নাম:
কুক।
শূন্যপদ:
২ টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ সঙ্গে কুক নিয়ে অন্ততপক্ষে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
প্রতিমাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
পদের নাম:
ওয়াশারম্যান।
শূন্যপদ:
৩ টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।
আরও পড়ুন -PM Kisan Yojana: শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, দেখে নিন তথ্য
পদের নাম:
বারবার।
শূন্যপদ:
২ টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।
পদের নাম:
সুইপার।
শূন্যপদ:
২ টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ সঙ্গে সাফাইওলার কাজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন:
প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।
পদের নাম:
মেসেঞ্জার
শূন্যপদ:
১টি।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা এবং কম্পিউটারে টাইপিং টেস্ট এর যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
বেতন:
প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা।
বয়স:
উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি:
অফলাইনে এর মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থী তার আবেদনপত্রের সঙ্গে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট সেল্ফ অ্যাটেস্টেড করে নিম্নোক্ত ঠিকানায় নর্মাল পোস্ট অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে বর্তমান ৫ কপি সেল্ফ অ্যাটেস্টেড করা ফটো লাগবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
Commanding officer, ECSR, Fort William, Kolkata- 700021
আবেদন ফি:
প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি হিসেবে ডিমান্ড ড্রাফ্ট ১০০ টাকা ধার্য করা হয়েছে।
আবেদন করার শেষ তারিখ:
বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং প্রাক্টিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষার সিলেবাস-
১) General Awareness- 25 Marks
২) general English- 25 Marks
৩) Numerical Aptitude- 25 Marks
৪) General Intelligence Reasoning- 25 Marks
অফিসিয়াল নোটিশ দেখার লিংক:
https://www.exambangla.com/wp-content/assets/2021/09/Microsoft-Word-.pdf
অফিসিয়াল ওয়েবসাইট:
আরও পড়ুন -Duare Ration Pilot Project: চলতি মাসে পাইলট প্রকল্পের কাজ হবে আট দিন, জানিয়ে দিল খাদ্য দপ্তর
Share your comments