মাধ্যমিক পাস করেই মিলবে গ্রুপ-সি পদে চাকরি। ভারত সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) -এর তরফ থেকে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে স্পোর্টস কোটায়। এই নিবন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হলো,
পদের নাম(Designation):
কনস্টেবল (জেনারেল ডিউটি)।
শূন্যপদ(Vacancy):
মোট ২৬৯ টি।
বয়স(Age):
০১/০৮/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৩ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):
মাধ্যমিক পাশ।
বেতন(Salary):
Level- ৩ অনুযায়ী প্রতিমাসে বেতনক্রম ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- টাকা।
শারীরিক যোগ্যতা(Health criteria):
উচ্চতা- পুরুষের ক্ষেত্রে- ১৭০ সেমি এবং মহিলার ক্ষেত্রে- ১৫৭ সেমি।
ছাতি- ৮০ সেমি সঙ্গে ৫ সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে। ( শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে)
ওজন- উচ্চতা অনুযায়ী পুরুষ ও মহিলার যথাযথ ওজন থাকতে হবে।
চোখের দৃষ্টি- কোন রকম চশমা অথবা লেন্স ছাড়া অন্ততপক্ষে ৬/৬ এবং ৬/৯ দৃষ্টিকোণ থাকতে হবে।
আবেদন পদ্ধতি (Application procedure):
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। https://rectt.bsf.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে।
আবেদন শুরু:
০৯/০৮/২০২১
আবেদন শেষ(Last date):
২২/০৯/২০২১
অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:
https://img.freejobalert.com/uploads/2021/08/Detailed-Notification-BSF-Constable-GD.pdf
রেজিস্ট্রেশন করার লিংক:
https://rectt.bsf.gov.in/registration/basic-details?guid=1cc7f38b-f9c0-11ea-8b1a-00ff81b75f6f
আরও পড়ুন -Farmer’s Son Neeraj Chopra: ভারতের ঝুলিতে সোনা আনলো কৃষকের ছেলে নিরাজ চোপড়া
Share your comments