Google donates 113 crore: করোনা মোকাবিলায় ভারতকে ১১৩ কোটি অনুদান ঘোষণা গুগলের

করোনা ধাক্কায় বিপর্যস্ত ভারত | করোনা দ্বিতীয় ঢেউ-র ধাক্কাও বেশ কষ্টসাধ্য ছিল | হাসপাতালে বেড ছিলোনা, বেড়েছিল দৈনিক সংক্রমণ | অক্সিজেনের হাহাকারে, বহু মানুষের প্রাণ গেছে অবলীলায় | শুধু মৃত্যুই নয়, কাজ হারিয়ে বেকার হয়েছেন বহু যুবক-যুবতী থেকে প্রাপ্ত বয়স্করাও | করোনার ধাক্কা সামলাতে দেশজুড়ে চলছে লকডাউন |

KJ Staff
KJ Staff
Donation From Google
Covid test (Image Credit - Google)

করোনা ধাক্কায় বিপর্যস্ত ভারত | করোনা দ্বিতীয় ঢেউ-র ধাক্কাও বেশ কষ্টসাধ্য ছিল | হাসপাতালে বেড ছিলোনা, বেড়েছিল দৈনিক সংক্রমণ | অক্সিজেনের হাহাকারে, বহু মানুষের প্রাণ গেছে অবলীলায় | শুধু মৃত্যুই নয়, কাজ হারিয়ে বেকার হয়েছেন বহু যুবক-যুবতী থেকে প্রাপ্ত বয়স্করাও | করোনার ধাক্কা সামলাতে দেশজুড়ে চলছে লকডাউন |

করোনা ও লকডাউন বহু মানুষের জীবনে ডেকে এনেছে অন্ধকার  ও মৃত্যুমিছিল | তবে, এরই মধ্যে আশার আলো আস্তে আস্তে রিকোভার করছে আমাদের দেশ | বাড়ছে রিকোভারি রেট সাথে সংক্রমণের হারও কমছে অনেকটা |

গুগলের অনুদান (Google’s donation):

এবার, ভারতের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে এগিয়ে এলো স্বয়ং গুগল | গুগল যে কত বড় এক সংস্থা তা সকলেরই জানা | করোনা রুখতে ভারতের জন্য ১১৩ কোটি টাকা অনুদান দেবে বলে ঘোষণা করলেন সংস্থার প্রধান সুন্দর পিচাই (Sundar Pichai)। অক্সিজেন প্ল্যান্ট তৈরি এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই টাকা খরচ করা হবে বলে জানান সুন্দর পিচাই |

এদিন এই অনুদানের কথা ঘোষণা করে গুগল কর্তা টুইট করে লেখেন, 'ভারতে কোভিডের জেরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সঙ্গে আমাদের প্রার্থনা রয়েছে। আমরা তাদেরকে সাহায্য করার সব ধরনের চেষ্টা চালিয়ে যাব।'

কি পরিকল্পনা নিয়েছে গুগল?

মানবকল্যাণে ব্রতী গুগলের শাখা গুগল.ওআরজি-র মাধ্যমে এই অনুদান ঘোষণা করা হয়েছে। যার মধ্যে প্রায় ৯০ কোটি টাকা (১ কোটি ২৫ লক্ষ মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে ৮০টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্দেশে। কেন্দ্রের গিভ ইন্ডিয়া (GiveIndia) তহবিলে এই অর্থ দেওয়ার কথা জানিয়েছে সংস্থা। অন্য দিকে পথ (PATH) প্রকল্পের মাধ্যমে গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়নে বরাদ্দ হয়েছে প্রায় ১৮.৫ কোটি টাকা (২৫ লক্ষ মার্কিন ডলার)।

কোভিড-১৯ ব্যবস্থাপনায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য অ্যাপোলো মেডস্কিল উদ্যোগে আর্থিক সাহায্য করবে গুগল। যেখানে ২০ হাজার প্রথম সারির কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর বাইরে ১৮০,০০০ স্বীকৃত আশাকর্মীর (ASHA) দক্ষতা উন্নয়নে আরমান (ARMMAN) প্রকল্পে এবং ১৫টি রাজ্যে ৪০ হাজার সহায়ক নার্স মিডওয়াইফ (ANM)-এর জন্য ৩.৬ কোটি টাকা অনুদান ঘোষণা করেছে গুগল.ওআরজি (Google.org)।

একটি ভার্চুয়াল সংবাদিক বৈঠকে তিনি বলেন, “ভারতের পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা গড়ে তুলতে আমরাও শরিক হতে চাই। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরে যাতে ভবিষ্যতে আরও শক্তিশালী স্বাস্থ্য পরিষেবা কাঠামো গড়ে ওঠে, সেই লক্ষ্যেই আমরা অংশীদার হতে পেরে গর্বিত”।

ভারত ধীরে ধীরে সংকট থেকে বেরিয়ে আসছে। ব্যক্তি, সম্প্রদায়, প্রতিষ্ঠান এবং সরকার যে ভাবে এক সঙ্গে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসছে, তা অনুপ্রেরণামূলক হয়ে উঠেছে। গুগল ইন্ডিয়া কান্ট্রি হেড এবং ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা জানিয়েছেন, “সাধারণ মানুষের কাছে সুরক্ষিত থাকার প্রয়োজনীয় তথ্য এবং সরঞ্জাম পৌঁছে দেওয়ার বিষয়টিকে নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য”।

গুগলের ১৩৫ কোটি টাকা অনুদান (Google donates 135 crore):

শুধু ১১৩ কোটি নয়, এই বছরেই এপ্রিল মাসে ১৩৫ কোটি টাকা অনুদান করেছিল গুগল | গুগল এবং গুগলের কর্মীদের তরফে গিভ ইন্ডিয়া এবং ইউনিসেফ– এর মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম কিনতে, ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়ে কাজ করা সংস্থাগুলিকে সাহায্য করতে এবং গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ১৩৫ কোটি টাকা দিয়েছিলেন তিনি | 

আরও পড়ুন - CoWin Registration Not Mandatory - কোভিড টিকা নিতে হলে কোউইন-এ অনলাইন রেজিস্ট্রেশন আর বাধ্যতামূলক নয়, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

এ ছাড়াও, ভারত গুগলের দায়িত্বে থাকা সঞ্জয় গুপ্ত জানিয়েছেন, এই সঙ্কটের সময় ভারত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন তাঁরা। গুগলের তরফে জানানো হয়েছে যে, এই ১৩৫ কোটি টাকার মধ্যে সংস্থার সমাজসেবামূলক শাখা সংগঠন google.org-এর তরফে ২০ কোটি টাকা দিয়েছিলেন | ‘গিভ ইন্ডিয়া’কে যে টাকা দেওয়া হচ্ছে, তা দিয়ে অতিমারির প্রকোপে যে সমস্ত পরিবার যুঝছে, তাদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সরঞ্জাম কিনতে, অক্সিজেনের জোগান বাড়াতে এবং করোনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের সংখ্যা বাড়াতে বাকি টাকা যাবে ইউনিসেফ–এর খাতে। এ ছাড়াও, গুগলের ৯০০ কর্মী মিলে ৩ কোটি ৭০ লক্ষ টাকা সাহায্য করেছিলেন |

আরও পড়ুন - LDC Recruitment 2021: রাজ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ, আবেদন করুন মাধ্যমিক পাশে

Published On: 18 June 2021, 12:15 PM English Summary: Google donates 113 crore: Google announces to donate Rs 113 to india due to covid 19

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters