LDC Recruitment 2021: রাজ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ, আবেদন করুন মাধ্যমিক পাশে

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | নিয়োগ করা হবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকমোটোর ডিসেবিলিটি-র অধীনে | এটি কেন্দ্রীয় সরকারের চাকরি | চারির স্থান হবে পশ্চিমবঙ্গেই | এ রাজ্যের কলকাতায় রয়েছে এই ইনস্টিটিউটটি |

KJ Staff
KJ Staff
Job post
Job Recruitment (Image Credit - Google)

মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাশে রাজ্যে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে | নিয়োগ করা হবে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকমোটোর ডিসেবিলিটি-র অধীনে | এটি কেন্দ্রীয় সরকারের চাকরি |

এ রাজ্যের কলকাতায় রয়েছে এই ইনস্টিটিউটটি | পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা, পুরুষ আবেদন করতে পারেন |

পদের নাম (Designation):

স্টাফ নার্স (Staff Nurse) |

শূন্যপদ (Vacancy):

১টি  (ST) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে জেনেরাল নার্সিং-র ডিপ্লোমা সঙ্গে ৩ বছরে অভিজ্ঞতা থাকতে হবে|

পদের নাম (Designation):

লাইব্রেরিয়ান (Librarian) |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

Library Science - এ মাস্টার ডিগ্রি বা সমতুল্য যেকোনো যোগ্যতা সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা এবং লাইব্রেরি সফটওয়্যার এপ্লিকেশনের অভিজ্ঞতা থাকতে হবে | হিন্দিতে দক্ষতা থাকতে হবে এবং হ্যান্ডলিং পাবলিকেশন ডিলিংএ অভিজ্ঞ থাকতে হবে |

পদের নাম (Designation):

স্টেনোগ্রাফার (GR-III) |

শূন্যপদ (Vacancy):

১টি  (UR) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

শর্টহ্যান্ডে গ্রাজুয়েট সঙ্গে প্রতি মিনিটে ৮০ টি শব্দ লেখার দক্ষতা এবং টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ টি শব্দ লেখার দক্ষতা অথবা শর্টহ্যান্ড এবং টাইপরাইটিংয়ে স্নাতক সঙ্গে প্রতি মিনিটে ১০০/ ৪০ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে |

পদের নাম (Designation):

সার্জিক্যাল বুট মেকার (GR-III) |

শূন্যপদ (Vacancy):

১টি (UR) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

মাধ্যমিক পাশ অথবা লেদার গুডস মেকারে  ITI অথবা  Prosthetics & Orthotics এর কোর্স সঙ্গে লেদার ওয়ার্কস-এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে |

পদের নাম (Designation):

লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower division clerk) |

শূন্যপদ (Vacancy):

১টি (SC) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে |

শিক্ষাগত যোগ্যতা (Educational qualification):

যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে | কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ২৫টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে |

আবেদন পদ্ধতি (Application procedure):

আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, বয়সের প্রমান পত্র, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং অন্যান্য ডকুমেন্টস ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকমোটোর ডিসেবিলিটি-র অফিসে পাঠানো হবে | আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০/৬/২০২১ |

www.niohkol.nic.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে |

আরও পড়ুন - PM Cares Fund: বঙ্গে কোভিড হাসপাতালের জন্য ৪২ কোটি টাকা দিলো পিএম কেয়ারস ফান্ড

পদের নাম (Designation):

লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower division clerk) |

শূন্যপদ (Vacancy):

১টি (SC) |

বয়স (Age):

প্রার্থীর বয়স ২৭ বছরের নিচে হতে হবে |

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

Director, National Institute for Locomotor Disabilities (divyangjan), B.T. Road , Bon-Hooghly , Kolkata-700090

আবেদন ফি:

৩০০ টাকা দিতে হবে | তবে, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোনো টাকা লাগবেনা |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - CoWin Registration Not Mandatory - কোভিড টিকা নিতে হলে কোউইন-এ অনলাইন রেজিস্ট্রেশন আর বাধ্যতামূলক নয়, জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়

Published On: 17 June 2021, 03:27 PM English Summary: LDC Recruitment 2021: Appointment of Lower Division Clerk in the State, Apply on Secondary pass

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters