ভারতীয় নৌসেনায় প্রবেশের জন্য যে সব তরুণ-তরুণীরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য বড়সড় রিক্রুটমেন্টের সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান নেভি (Indian Navy)। সম্প্রতি ইন্ডিয়ান নেভি এক বিজ্ঞপ্তি জারি করে শর্ট সার্ভিস কমিশন (Short Service Commission) অফিসার পদে নিয়োগের কথা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মূলত একজিকিউটিভ, টেকনিক্যাল এবং এডুকেশন ব্রাঞ্চে এই সব যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে ভারতীয় নৌসেনা। উল্লিখিত পদের জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
আবেদনের তারিখ:
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ সেপ্টেম্বর, ২০২১ থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত। প্রার্থীরা ইন্ডিয়ান নেভির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। আবেদনপত্র জমা নেওয়া হবে অনলাইনে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কেরলের অন্তর্গত এজিমালায় অবস্থিত ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমিতে (Indian Naval Academy) SSC অফিসার কোর্স শুরু হবে আগামী ২২ জুন, ২০২২ তারিখ থেকে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট পদের সংখ্যা ১৬৩টি রয়েছে বলে জানানো হয়েছে।
একজিকিউটিভ ব্রাঞ্চের অন্তর্গত শূন্যপদ:
জেনারেল সার্ভিস [GS(X)]/ হাইড্রো ক্যাডার: ৪৫টি পদ
এয়ার ট্রাফিক কন্ট্রোলার (ATC): ৪টি পদ
অবজারভার: ৮টি পদ
পাইলট: ১৫টি পদ
লজিস্টিকস: ১৮টি পদ
আরও পড়ুন - Krishak Special Train: রাজ্যে হাওড়া ডিভিশনে চালু হচ্ছে কৃষক স্পেশাল ট্রেন
টেকনিক্যাল ব্রাঞ্চের অন্তর্গত শূন্যপদ:
ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): ২৭টি পদ
ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ (জেনারেল সার্ভিস): ৩৪টি পদ
নাভাল আর্কিটেক্ট (NA): ১২টি পদ
সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো ভাবে পড়ার জন্য প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে নোটিশটি পড়তে পারেন, https://www.joinindiannavy.gov.in/
আরও পড়ুন - WB Durgapuja 2021: কেমন হবে একুশের দুর্গাপুজো? দেখে নিন নিয়মবিধি
Share your comments