Municipality recruitment: রাজ্যে গ্রূপ- ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত, দেখুন বিস্তারিত তথ্য

রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেবল অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের মিউনিসিপালিটি অফিসে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি -তে।

রায়না ঘোষ
রায়না ঘোষ
North dumdum municipality recruitment
Municipality recruitment (image credit- Google)

রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেবল অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের মিউনিসিপালিটি অফিসে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি -তে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও আবেদন পদ্ধতি সম্পর্কে এই নিবন্ধে আলোচনা করা হলো,

পদের নাম:

মজদুর।

শূন্যপদ:

৩৭টি [UR- ৮, UR (EC)- ৭, UR (PWD)- ১, UR (MSP)- ১, SC- ৪, SC (EC)- ৪, SC (EXSM)- ১, ST- ১, ST (SC)- ১, ST (EXSM)- ১, OBC A- ১, OBC A (EXSM)- ১, OBC B- ১, OBC B (EC)- ১, OBC B (EXSM)- ১].

বেতন:

পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

মজদুর পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।

বয়সসীমা:

বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

পদের নাম:

পিওন।

শূন্যপদ:

৯ টি [UR- ১, UR (EC)- ১, UR (EXSM)- ১, UR (PWD)- ১, SC- ১, SC (EC)- ১, ST- ১, OBC A- ১, OBC B- ১]

আরও পড়ুন -G-20 agri meet: ভারত বাজরার মতো স্বাস্থ্যকর শস্যের ভান্ডার হয়ে উঠেছে

বেতন:

পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।

বয়সসীমা:

বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

পদের নাম:

হেল্পার।

শূন্যপদ:

৯ টি [UR- ১, UR (EC)- ১, UR (EXSM)- ১, UR (PWD)- ১, SC- ১, SC (EC)- ১, ST- ১, OBC A- ১, OBC B- ১].

বেতন:

পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।

বয়সসীমা:

বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

পদের নাম:

অ্যাম্বুলেন্স এটেনডেন্ট।

শূন্যপদ:

১ টি (UR)

বেতন:

পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

ন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। আবেদনকারীকে শারীরিকভাবে ক্ষমতাশালী হতে হবে।

বয়সসীমা:

বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

পদের নাম:

জিডিএ (GDA).

শূন্যপদ:

৪ টি [UR- ১, UR (EC)- ১, SC- ১, ST- ১].

বেতন:

পে লেভেল ১ অনুযায়ী প্রতি মাসে বেতন ১৭,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা:

অন্তত অষ্টম শ্রেণী পাশ। সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা পড়তে লিখতে এবং বলতে জানতে হবে।

বয়সসীমা:

বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি:

আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে অফলাইনের মাধ্যমে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি অফিসের নির্দিষ্ট ড্রপবক্সে সরাসরি গিয়ে জমা দিতে হবে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। মুখ বন্ধ খামের উপর লিখতে হবে “Application for the post of ……………………” (যে পদে আবেদন করবেন ওই পদের নাম)। আবেদনপত্র পৌঁছানো শেষ তারিখ ৩০ অক্টোবর, ২০২১ বিকেল চারটা। আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন উত্তর দমদম মিউনিসিপ্যালিটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

The chairperson, Board of administrator, North dumdum municipality, 163, M.B. Road, Birati, Kolkata- 700051.

আবেদন ফি:

জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে ২৫০ টাকা। এবং এসসি, এসটি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১০০ টাকা। আবেদন ফি জমা দেওয়া যাবে ব্যাঙ্ক ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে “chairman, North dumdum municipality, Payable at Kolkata” -এর অধীনে। ব্যাংক ড্রাফটের রিসিভ কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট:

https://northdumdummunicipality.org/

অফিসিয়াল নোটিশ:

https://www.exambangla.com/wp-content/assets/2021/09/North-Dumdum-municipality-group-d-recruitment-exambangla.pdf

আরও পড়ুন -Azolla cultivation guide: বেকার সমস্যা দূরীকরণে অ্যাজোলা চাষে লাভ করুন দ্বিগুন

Published On: 21 September 2021, 05:48 PM English Summary: Municipality recruitment: Group-D staff recruitment notice published in the state, see detailed information

Like this article?

Hey! I am রায়না ঘোষ . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters