সম্প্রতি নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের (Nuclear power corporation of India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা NPCIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://npcilcareers.co.in/MainSite/default.aspx গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৩০ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ১৫ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে NPCIL-এর অফিসিয়াল ওয়েবসাইটেই https://npcilcareers.co.in/MainSite/default.aspx আবেদনপত্র পাওয়া যাবে।
শূন্যপদের সংখ্যা(Vacancy):
প্রতিষ্ঠানের তরফে মোট ৭৫টি শূন্যপদ পদ রয়েছে বলে জানানো হয়েছে ।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
ফিটার: ২০টি পদ
টিউনার: ৪টি পদ
মেশিনিস্ট: ২টি পদ
ইলেকট্রিশিয়ান: ৩০টি পদ
ওয়েল্ডার (গ্যাস এবং ইলেক্ট্রিক, স্ট্রাকচারাল ওয়েল্ডার এবং গ্যাস কাটার): ৪টি পদ
ইলেকট্রনিক মেকানিক: ৯টি পদ
আরও পড়ুন -PM Kisan Yojana: শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, দেখে নিন তথ্য
ড্রটসম্যান (সিভিল): ৪টি পদ
সার্ভেয়ার: ২টি পদ
বয়সসীমা(Age):
প্রার্থীদের বয়সসীমা ১৪ থেকে ২৪ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)
পদের নাম: ফিটার, টিউনার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার (গ্যাস এবং ইলেক্ট্রিক, স্ট্রাকচারাল ওয়েল্ডার এবং গ্যাস কাটার), ইলেকট্রনিক মেকানিক, ড্রটসম্যান (সিভিল), সার্ভেয়ার
শূন্যপদের সংখ্যা: ৭৫
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: ৩০.০৯.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১০.২০২১
কী ভাবে আবেদন করতে হবে?
প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ সমস্ত ডকুমেন্ট অ্যাপ্রেন্টিসশিপের ওয়েবসাইটে https://apprenticeshipindia.org/ জমা করাতে হবে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে ডকুমেন্ট সাবমিটের মাধ্যমে প্রার্থীরা নিজেদের নাম রেজিস্টার করাতে পারবেন। যে সকল প্রার্থীরা ইতিমধ্যেই নাম রেজিস্টার করিয়ে নিয়েছেন তাঁরা নিশ্চিত ভাবে আবেদন যোগ্য ট্রেড ডিসিপ্লিনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীদের এস্টাব্লিশমেন্ট রেজিস্ট্রেশন নম্বর E01212900046 সহ আবেদন করতে হবে। এটি প্রকৃতপক্ষে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশ ইন্ডিয়া লিমিটেডের এস্টাব্লিশমেন্ট আইডি যার দ্বারা প্রার্থীরা আবেদন করতে সক্ষম হবেন।
আরও পড়ুন -Duare Ration Pilot Project: চলতি মাসে পাইলট প্রকল্পের কাজ হবে আট দিন, জানিয়ে দিল খাদ্য দপ্তর
Share your comments